bengaluru

Bengaluru flood: বেঙ্গালুরুতে বৃষ্টির দাপট অব্যাহত, মৃত্যু দু’জনের, সতর্কবার্তা জারি হাওয়া অফিসের

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দাপটে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে বিপর্যস্ত বেঙ্গালুরুর জনজীবন। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন এ ভাবেই প্রবল বৃষ্টিপাত চলতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেঙ্গালুরু শেষ আপডেট: ১৮ মে ২০২২ ১২:৩৮
Share:

বৃষ্টি বিপর্যস্ত বেঙ্গালুরুর জনজীবন। ছবি— পিটিআই।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিতে লন্ডভন্ড কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু। ইতিমধ্যেই দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। চতুর্দিকে থইথই জলে বিপর্যস্ত জনজীবন।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজধানীতে ১৫৫ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এত জল বহনের ক্ষমতা নেই বেঙ্গালুরুর নিকাশি ব্যবস্থার। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধে থেকে শহরে বৃষ্টি শুরু হয় এবং অবিশ্রাম তা চলতে থাকে। রাত যত বেড়েছে, ততই বেড়েছে বৃষ্টির দাপট। কয়েক ঘণ্টার মধ্যেই শহরের নিচু এলাকা জলবদ্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ চলে যায়। রাজপথে যানজট। এর ফলে কার্যত স্তব্ধ হয়ে পড়ে বেঙ্গালুরুর জনজীবন। বিদ্যুতের সমস্যার কারণে বন্ধ থাকে মেট্রো পরিষেবাও।

এ দিকে এই বিপর্যয়ের মধ্যেই দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, উল্লাল উপনগরী এলাকায় শ্রমিকের কাজ করতেন তাঁরা। একটি পাইপলাইনের কাজের জায়গায় তাঁদের মৃতদেহ পাওয়া যায়। মৃতদের মধ্যে এক জনের বাড়ি বিহারে এবং অন্য জন উত্তরপ্রদেশের বাসিন্দা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন