Bengaluru Crime

সম্পর্কে ফিরতে নারাজ প্রাক্তন প্রেমিকা, অনুসরণ করে মাঝরাস্তায় কুপিয়ে খুন করে পলাতক যুবক!

মৃতার নাম ইয়ামিনী প্রিয়া। ফার্মাসি নিয়ে স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্রী। অভিযুক্তের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তবে দিন কয়েক আগে সেই সম্পর্ক ভেঙে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৫:৩৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলেজ থেকে বাড়ির পথে অনুসরণ করে মাঝরাস্তায় প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর শ্রীরামপুরায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

Advertisement

জানা গিয়েছে, মৃতা ইয়ামিনী প্রিয়া ফার্মাসি নিয়ে স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। অভিযুক্ত ভিগনেশের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি নানা কারণে তাঁদের মধ্যে মতবিরোধ হয়। লেগেই ছিল অশান্তি। সেই কারণে সম্পর্ক ছিন্ন করে দেন ইয়ামিনী। প্রেমে বিচ্ছেদ মন থেকে মেনে নিতে পারেননি ভিগনেশ। অভিযোগ, প্রায়ই নানা ভাবে ইয়ামিনীকে উত্ত্যক্ত করতেন তিনি। আবার তাঁর সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে চান। যদিও ভিগনেশের প্রস্তাবে রাজি ছিলেন না ইয়ামিনী।

পুলিশের দাবি, প্রাক্তন প্রেমিকার বার বার প্রত্যাখ্যানে ক্ষুদ্ধ ছিলেন ভিগনেশ। বৃহস্পতিবার দুপুরে ইয়ামিনী যখন কলেজ থেকে বাড়ি ফিরছিলেন তখন তাঁকে অনুসরণ করেন ভিগনেশ। নির্জন স্থানে আচমকাই প্রাক্তন প্রেমিকার উপর চড়াও হন তিনি। ছুরি দিয়ে দেহের বিভিন্ন অংশে কোপাতে থাকেন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে পালিয়ে যান অভিযুক্ত।

Advertisement

রক্তাক্ত অবস্থায় ইয়ামিনীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতার গলা, মুখ এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। পুলিশের অনুমান, ঘটনাটি ঘটে দুপুর ২টো থেকে আড়াইটের মধ্যে। পৌনে তিনটে নাগাদ খবর পায় পুলিশ। ঘটনার পর থেকেই এলাকাছাড়া ভিগনেশ। তদন্তে পুলিশ জানতে পারে, করোনাকালে পুলিশ সেজে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ভিগনেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement