Shoe Stolen

মন্দিরে ঢোকার পাঁচ মিনিটের মধ্যেই উধাও ১৬ হাজারের জুতো! পুলিশে অভিযোগ দায়ের তথ্যপ্রযুক্তি কর্মীর

তথ্যপ্রযুক্তি কর্মী মন্দির কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তখন তাঁদের কাছ থেকে তিনি জানতে পারেন, এটা খুবই সাধারণ। প্রতি দিনই কারও না কারও জুতো চুরি হয় বলে শোনা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৬:০৩
Share:

প্রতীকী ছবি।

মন্দিরে পুজো দিতে গিয়ে জুতো চুরি হয়ে গেল বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি কর্মীর। জুতো হারিয়ে হতাশ হয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন তিনি। দক্ষিণ বেঙ্গালুরুর একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই তথ্যপ্রযুক্তি কর্মী।

Advertisement

তাঁর দাবি, মন্দিরে ঢোকার আগে যথাস্থানে নিজের ১৬ হাজার টাকা দামের জুতো রেখে দিয়েছিলেন। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে। মন্দিরে ঢুকে তিনি সন্ধ্যারতি দেখেন। পুজো দেন। তার পর পুজো শেষে বেরিয়ে এসে জুতো পরতে গিয়ে দেখেন সেটি কেউ চুরি করে নিয়েছে। দামি জুতো হারিয়ে হতাশ হয়ে পড়েন। মন্দিরের আশপাশে খোঁজাখুঁজি করেন। কিন্তু জুতোর কোনও হদিস পাননি।

তথ্যপ্রযুক্তি কর্মী মন্দির কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তখন তাঁদের কাছ থেকে তিনি জানতে পারেন, এটা খুবই সাধারণ। প্রতি দিনই কারও না কারও জুতো চুরি হয় বলে শোনা যায়। পুরোহিত বলেন, ‘‘চোরেরা আমার জুতো নিতেও ছাড়েনি। দু’বার জুতো চুরি করে নিয়ে গিয়েছে তারা।’’ তথ্যপ্রযুক্তি জানিয়েছেন, অনেক পুণ্যার্থীর জুতো চুরি হয়েছে। কিন্তু তাঁরা কোনও অভিযোগ দায়ের করেননি। তবে তিনি এই বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না। তাই তিনি পুলিশের দ্বারস্থ হবেন। আর তার পরই তিনি সোজা থানায় হাজির হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দির চত্বর থেকে হামেশাই জুতো চুরি হয়। সেই জুতো ২০-৫০ টাকায় বিক্রি করে মদ কেনে চোরেরা। কয়েক জন হাতেনাতে ধরাও পড়েছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি বলেও জানিয়েছেন স্থানীয়েরা।

Advertisement

তথ্যপ্রযুক্তি কর্মীর দাবি, তাঁর অভিযোগ নিতে প্রথমে অস্বীকার করে স্থানীয় থানা। কিন্তু তিনি জানান, এটা বিহিত না করলে, এ বিষয়ে পদক্ষেপ না করলে থানা থেকে যাবেন না। শেষমেশ ওই তথ্যপ্রযুক্তি কর্মীর অভিযোগ নেয় পুলিশ। একটি এফআইআর দায়ের হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement