ভোজপুরী অভিনেত্রী অক্ষরা সিংহ। ছবি: সংগৃহীত।
সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুরের পর আরও তারকাকে ঘিরে বিহারের রাজনীতিতে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তিনি ভোজপুরী অভিনেত্রী অক্ষরা সিংহ। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে সাক্ষাতের পরই প্রশ্ন ঘুরতে শুরু করেছে, তা হলে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন অক্ষরা?
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের সঙ্গে তাঁর ছবি সমাজমাধ্যমে পোস্ট করে অক্ষরা লেখেন, ‘‘গিরিরাজ সিংহজির আশীর্বাদ পেয়েছি।’’ তবে অভিনেত্রী রাজনীতিতে যোগ দেবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। কিন্তু বিজেপি নেতৃত্বের সঙ্গে একের পর এক তারকার সাক্ষাতে বিহারের রাজনীতির অন্দরে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের সিংহের সঙ্গে অক্ষরা সিংহ। ছবি: সংগৃহীত।
শুধু অক্ষরাই নন, কিছু দিন আগে খ্যাতনামী ভোজপুরী তারকা পবন সিংহ আরএলএম নেতা উপেন্দ্র কুশওয়াহা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পরই বিজেপিতে যোগ দেন। তার পর গিরিরাজের সঙ্গে অক্ষরার এই সাক্ষাৎ আরও জল্পনা বাড়িয়েছে। অন্য দিকে, নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে সঙ্গীতশিল্পী মৈথিলীর সাক্ষাতের পরই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। সেই জল্পনা আরও বাড়িয়েছে বিহারে বিজেপির দায়িত্বে থাকা বিনোদ তাওড়ের সঙ্গে মৈথিলীর একটি ছবি।
নিজের এক্স হ্যান্ডলে তাওড়ে সেই ছবি পোস্ট করেন। শুধু তা-ই নয় মৈথিলীকে ‘বিহার-কন্যা’ বলে উল্লেখ করে তাঁকে স্বাগতও জানান বিজেপি নেতা। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ এবং বিহার বিজেপির প্রধান তাওড়ে মৈথিলীকে বিহার এবং বিহারবাসীদের জন্য কাজ করার আহ্বান জানান।