Maithili Takhur

বিহার নির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন মৈথিলী ঠাকুর? কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জল্পনা, কী বললেন সঙ্গীতশিল্পী?

২০২৪ সালে মা শবরীকে নিয়ে মৈথিলীর গান প্রধানমন্ত্রীকে মুগ্ধ করেছিল। মৈথিলীর ভূয়সী প্রশংসা করেন তিনি। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে মৈথিলীর সেই গানটিরও উল্লেখ করেছিলেন মোদী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১১:৩৩
Share:

ধ্রুপদী সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। ছবি: সংগৃহীত।

সঙ্গীতশিল্পী হিসাবে তাঁর বেশ যশ এবং খ্যাতি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ২০২৪ সালে তাঁর গানের যথেষ্ট প্রশংসা করেছিলেন। সেই সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুরকেই কি বিহারের বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে চলেছে বিজেপি? নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে সঙ্গীতশিল্পীর সাক্ষাতের পরই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। সেই জল্পনা আরও বাড়িয়েছে বিহারে বিজেপির দায়িত্বে থাকা বিনোদ তাওড়ের সঙ্গে মৈথিলীর একটি ছবি।

Advertisement

নিজের এক্স হ্যান্ডলে তাওড়ে সেই ছবি পোস্ট করেন। শুধু তা-ই নয় মৈথিলীকে ‘বিহার-কন্যা’ বলে উল্লেখ করে তাঁকে স্বাগতও জানান বিজেপি নেতা। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ এবং বিহার বিজেপির প্রধান তাওড়ে মৈথিলীকে বিহার এবং বিহারবাসীদের জন্য কাজ করার আহ্বান জানান। এর পরই রাষ্ট্রীয় জনতা দলকে (আরজেডি) খোঁচা দিয়ে তাওড়ে মন্তব্য করেন, ‘‘১৯৯৫ সালে লালুপ্রসাদ যাদব যখন ক্ষমতায় ছিলেন, তখন বিহার ছেড়ে চলে যেতে হয়েছিল মৈথিলী ঠাকুরের পরিবারকে। পরিবর্তনের এই বিহারে এখন ফিরতে চান খ্যাতনামী এই সঙ্গীতশিল্পী।’’

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিহার বিজেপি প্রধানকে কৃতজ্ঞতা জানিয়েছেন মৈথিলী এবং তাঁর পরিবারের সদস্যেরা। সঙ্গীতশিল্পী বলেন, ‘‘যাঁরা বিহারের জন্য বড় স্বপ্ন দেখেন, তাঁদের প্রতিটি কথা আমার কাছে অনুপ্রেরণার মতো। অন্তরের অন্তঃস্থল থেকে তাঁদের কৃতজ্ঞতা জানাই।’’ মৈথিলী ইঙ্গিত দিয়েছেন, বিহার এবং সে রাজ্যের মানুষের উন্নতির জন্য তিনি কিছু করতে চান। বিহারকে এক অন্য উচ্চতায় দেখার স্বপ্ন দেখেন। ফলে দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর সাক্ষাৎ আসন্ন বিহার নির্বাচনে মৈথিলীর প্রার্থীর হওয়ার জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে।

Advertisement

বিহারের মিথিলা অঞ্চলের বাসিন্দা মৈথিলী। মধুবনী এবং দ্বারভাঙা— এই অঞ্চলের মধ্যে পড়ে মিথিলা। মধুবনীর বেনিপট্টিতে তাঁর বাড়ি। উল্লেখ্য, নির্বাচন কমিশন মৈথিলীকে বিহারের ‘স্টেট আইকন’ হিসাবেও নিযুক্ত করেছিল। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিজেপি যদি মৈথিলীকে প্রার্থী করে, তা হলে তাঁকে মধুবনী কিংবা দ্বারভাঙার আলিগড়ের আসনে লড়ার প্রস্তাব দিতে পারে। মৈথিলীরা তিন ভাই-বোন। ভোজপুরি, হিন্দি-সহ বেশ কয়েকটি ভাষায় গান করেছেন মৈথিলী।

২০২৪ সালে মা শবরীকে নিয়ে মৈথিলীর গান প্রধানমন্ত্রীকে মুগ্ধ করেছিল। মৈথিলীর ভূয়সী প্রশংসা করেন তিনি। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে মৈথিলীর সেই গানটিরও উল্লেখ করেছিলেন মোদী।

প্রসঙ্গত, নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। দু’দফায় ভোট হবে ৬ এবং ১১ নভেম্বর। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement