Bihar

উধাও ৪২ হাজার উত্তরপত্র, শিক্ষা ব্যবস্থায় ফের কেলেঙ্কারি বিহারে

বোর্ড সূত্রে খবর, এই ঘটনা সামনে আসার পরই তারা তদন্ত শুরু করে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এক ছাঁটমাল ব্যবসায়ী ৮ হাজার ৫০০ টাকার বিনিময়ে এই উত্তরপত্রগুলি কেনে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৮ ১৭:১৭
Share:

ফের শিক্ষাক্ষেত্রে কেলঙ্কারির ঘটনা প্রকাশ্যে এল বিহারে।

Advertisement

মঙ্গলবার প্রকাশিত হওয়ার কথা বিহার বোর্ডের দশম শ্রেণির ফলাফল। কিন্তু, ফলপ্রকাশের দিন কয়েক আগেই উধাও হয়ে গেল ৪২ হাজার পরীক্ষার্থীর খাতা!

বোর্ড সূত্রে খবর, এই ঘটনা সামনে আসার পরই তারা তদন্ত শুরু করে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এক ছাঁটমাল ব্যবসায়ী ৮ হাজার ৫০০ টাকার বিনিময়ে এই উত্তরপত্রগুলি কেনে। রবিবার পটনা পুলিশ দাবি করে, ওই ছাঁটমাল ব্যবসায়ী এবং তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। যদিও তার নাম প্রকাশ্যে আনা হয়নি। জেরায় ওই ব্যবসায়ী জানান, উত্তরপত্রগুলি স্কুলের এক পিয়নের কাছ থেকে কিনেছিল সে। কী কারণে ওই উত্তরপত্র কিনেছিলেন তিনি, সেই বিষয়টি জানায়নি পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে গত শুক্রবার। পটনা থেকে দেড়শো কিলোমিটার দূরে গোপালগঞ্জ জেলার এসএস গার্লস সিনিয়র সেকেন্ডারি স্কুল। স্কুলের কাছেই উত্তরপত্র রাখার প্রায় দুশোটি ব্যাগ খালি অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার পরেই তদন্ত শুরু হয়। গ্রেফতার করা হয় গোপালগঞ্জ বিদ্যালয়ের এক পিয়নকে।

আরও পড়ুন: কেন খুন হতে হল ‘মিসেস ইন্ডিয়া আর্থ’-এর ফাইনালিস্ট শৈলজাকে?

তবে গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছে সরকার। স্কুল বোর্ড ও নীতিশ কুমারের সরকারকে অপদস্থ করতেই এই চক্রান্ত বলে দাবি করেন বিহারের শিক্ষামন্ত্রী কৃষ্ণনন্দন প্রসাদ বর্মা। এর আগে কখনও পরীক্ষা হলে টুকলি, কখনও প্রশ্ন ফাঁস নিয়ে শিরোনামে উঠে এসেছিল বিহার। এ বার সেই তালিকায় যুক্ত হল উত্তরপত্র উধাওয়ের ঘটনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement