রাহুল গান্ধী। —ফাইল চিত্র।
দেশ জুড়ে যুদ্ধের আবহে রাহুল গান্ধীর নির্দেশে সেনাবাহিনীর মনোবল ভাঙতে তৎপর হয়েছে কংগ্রেস নেতৃত্ব— বিজেপির তরফে আজ এই অভিযোগ আনা হয়েছে। দলের সাংসদ সুধাংশু ত্রিবেদীর কথায়, ‘‘অন্তত এক সুরে কথা বলার প্রশ্নে পাকিস্তান আমাদের চেয়ে এগিয়ে রয়েছে। পাকিস্তানের সব দল যখন সেনার পাশে, তখন কংগ্রেসের লক্ষ্য, ভারতীয় সেনার মনোবল ভেঙে দেওয়া।’’
গতকাল ভারতীয় সেনার তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিক বৈঠকে লেবু-লঙ্কা ঝোলানো রাফাল বিমানের প্রতিরূপ নিয়ে উপস্থিত হয়েছিলেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই। মূলত রাফাল বিমান কবে কাজে আসবে— সেই প্রশ্ন তোলেন তিনি। কংগ্রেস নেতার ওই প্রশ্ন আসলে সেনার মনোবল ভাঙতেই করা হয়েছে বলে সরব হন বিজেপি নেতৃত্ব। এর জন্য সুধাংশু আজ রাহুল গান্ধীকেই দায়ী করে বলেন, ‘‘যা কিছু হচ্ছে তা রাহুল গান্ধীর নির্দেশেই হচ্ছে।’’ তাঁর কথায়, ‘‘ভারতের রাজনীতিকদের দেশবিরোধী কথায় প্রশংসার বান ডাকছে পাকিস্তানে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে