Bihar Assembly Election 2025

বিহারে ভোটের পরেই সক্রিয় বিজেপি, আদানির বিরুদ্ধে অভিযোগ তোলা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে বহিষ্কার

আরকে সিংহ অভিযোগ তুলেছিলেন, দ্বিতীয় এনডিএ সরকারের সময়ে তিনি যখন কেন্দ্রে বিদ্যুৎমন্ত্রী ছিলেন, সে সময়ে বিহারে আদানি গোষ্ঠীর এক সংস্থাকে বেশি দামে বিদ্যুৎ সরবরাহ করার বরাত দিয়েছিল নীতীশ সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৬:৫৪
Share:

আরকে সিংহ। —ফাইল চিত্র।

বিহারের বিধানসভা ভোট মিটতেই দলের অন্দরে বিক্ষুব্ধ নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করল বিজেপি শীর্ষনেতৃত্ব। শনিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার সিংহকে ছ’বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

‘আরকে সিংহ’ নামে পরিচিত এই প্রাক্তন আইএএস অফিসার মনমোহন সিংহের জমানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ছিলেন। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে বিহারের আরা কেন্দ্র থেকে জয়ী হয়ে দু’দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। গত বছর লোকসভা ভোটে ওই কেন্দ্রেই সিপিআইএমএল লিবারেশন প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন তিনি।

বিহারে ভোটের মাঝেই নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এনডিএ জোটকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন আরকে। তাঁর অভিযোগ ছিল, দ্বিতীয় এনডিএ সরকারের সময়ে তিনি যখন কেন্দ্রে বিদ্যুৎমন্ত্রী ছিলেন, সে সময়ে বিহারে আদানি গোষ্ঠীর এক সংস্থাকে ২৫ বছর ধরে বেশি দামে বিদ্যুৎ সরবরাহ করার বরাত দিয়েছিল নীতীশ সরকার। যার ফলে সরকারের প্রায় ৬২ হাজার কোটি টাকা বাড়তি খরচ হয়েছিল। সেই সঙ্গে খুন ও জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরিকে টিকিট না-দেওয়ারও দাবি তুলেছিলেন তিনি। আরকে-কে বহিষ্কারের পাশাপাশি শনিবার বিহার বিধান পরিষদের সদস্য অশোককুমার আগরওয়াল এবং কাটিহারের মেয়র উষা আগরওয়ালকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement