BJP

রাজ্যসভায় শক্তি বাড়াল বিজেপি

তিনটি আসন ফাঁকা থাকায় রাজ্যসভার মোট শক্তি এখন ২৪২। সংখ্যাগরিষ্ঠতা ১২২।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জুন ২০২০ ০৫:০৩
Share:

ফাইল চিত্র।

রাজ্যসভা ভোটে আজ নিজেদের সাংসদ সংখ্যা অনেকটাই বাড়িয়ে নিল বিজেপি। কংগ্রেস যেখানে মধ্যপ্রদেশ ও গুজরাতে ঘর বাঁচাতে ব্যস্ত ছিল, সেখানে বিজেপি মধ্যপ্রদেশে দু’জন বিএসপি ও এক জন এসপি বিধায়কের সমর্থন আদায় করে নিয়েছে। গুজরাতে চারটির মধ্যে তিনটি আসনই পেয়েছে বিজেপি। সেখানেও কংগ্রেসের শরিক ভাঙিয়ে তারা তৃতীয় প্রার্থীকে জিতিয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

গুজরাতে কংগ্রেসের একমাত্র জয়ী প্রার্থী শক্তিসিন গোহিল। নিয়মভঙ্গের অভিযোগে কংগ্রেস আজ বিজেপির দুই বিধায়কের ভোট বাতিলের দাবি তোলায় প্রায় চার ঘণ্টা দেরিতে শুরু হয় গণনা। বিজেপির তিন জন ও কংগ্রেসের দু’জন প্রার্থী ছিলেন। ১৮২ আসনের গুজরাত বিধানসভায় বিধায়ক ১৭২ জন। প্রত্যেক প্রার্থীর জিততে প্রয়োজন ছিল ৩৫টি ভোট। বিজেপির বিধায়ক সংখ্যা ১০৩, কংগ্রেসের ৬৫। নির্দল জিগনেশ মেবাণী দিয়েছেন কংগ্রেসকে। তিন জনকে জেতাতে অতিরিক্ত দু’টি ভোট জোগাড় করতে হত বিজেপিকে। দু’জন প্রার্থীকে জেতাতে কংগ্রেসের দরকার ছিল আরও চারটি ভোট। গুজরাতে এক এনসিপি ও দু’জন ভারতীয় ট্রাইবাল পার্টির বিধায়ক আছেন। এনসিপি কংগ্রেসের শরিক, ট্রাইবাল পার্টি রাজস্থানে কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছে। তবু জিতেছেন বিজেপির তৃতীয় প্রার্থীই। কার্যত শোধ তুলেছে তিন বছর আগে গুজরাতে কংগ্রেসের আহমেদ পটেলের কাছে হারের।

আটটি রাজ্যের ১৯টি আসনে আজ ভোট হয়। মধ্যপ্রদেশের তিনটি আসনের দু’টিতে জিতেছেন বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সুমের সিংহ সোলাঙ্কি। কংগ্রেসের জয়ী প্রার্থী দিগ্বিজয় সিংহ। সেই রাজ্যে আজ করোনা-আক্রান্ত এক কংগ্রেস বিধায়ক পিপিই পরে ভোট দেন। মধ্যপ্রদেশের বিজেপিকে ভোট-দেওয়া বিধায়ককে এসপি বহিষ্কার করলেও নিজের দুই বিধায়কের বিষয়ে বিএসপি নেত্রী মায়াবতীর নীরবতা তাৎপর্যপূর্ণ। রাজস্থানের দু’টি আসনে জিতেছেন কংগ্রেসের কে সি বেণুগোপাল এবং নীরজ দাঙ্গি। তৃতীয়টি পেয়েছে বিজেপি।

Advertisement

ঝাড়খণ্ডের দু’টি আসনের মধ্যে একটিতে জিতেছেন জেএমএমের শিবু সোরেন, অন্যটিতে বিজেপি। মেঘালয় ও মিজোরামে জিতেছে এনডিএ-র দুই শরিক, যথাক্রমে এনপিপি ও মিজো ন্যাশনাল ফ্রন্ট। মণিপুরে বিজেপির সরকার পতনের পরিস্থিতি হলেও রাজ্যসভা আসনটি জিতেছেন বিজেপির বিজেপি প্রার্থী মহারাজা সানাজাওবা। সব মিলিয়ে আজ এনডিএ-র ঝুলিতে ১১টি আসন, ইউপিএ-র ৪টি। অন্ধ্রের চারটি আসনে জয়ী ওয়াইএসআর কংগ্রেস, যারা সংসদে বিজেপিরই পাশে থাকে।

তিনটি আসন ফাঁকা থাকায় রাজ্যসভার মোট শক্তি এখন ২৪২। সংখ্যাগরিষ্ঠতা ১২২। আজ বিজেপি আটটি আসনে জেতায় তাদের সাংসদ সংখ্যা হল ৮৩। এনডিএ-র মোট শক্তি হল ১১৩। বিজেপি নেতা বি এল সন্তোষের দাবি, জুলাইয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে রাজ্যসভা নির্বাচন রয়েছে। তার পরে দলের সাংসদ সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন