—প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিধানসভা নির্বাচনের আগে বিহারে প্রকাশ্যে গুলি বিজেপি নেতাকে। শুক্রবার বারারি থানা এলাকার টিএনবি ল’ কলেজ লেনে বিবেকানন্দ প্রসাদ ওরফে বাবলু যাদবকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার বাবলু তাঁর নিজের বাড়ির বাইরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় আচমকা চার-পাঁচ জন এসে তাঁকে ঘিরে ধরেন। বাক্বিতণ্ডার মধ্যেই বাবলুকে লক্ষ্য করে পর পর দু’রাউন্ড গুলি ছোড়েন তাঁরা। গুলিবিদ্ধ অবস্থায় ওই বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, বাবলুর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরে।
কী কারণে বাবলুর উপর হামলা, তা নিয়ে ধন্দ রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো বিবাদের জেরেই বাবলুকে খুনের চেষ্টা। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয়দের দাবি, সূরজ তাঁতি নামে এক যুবক এবং তাঁর সহযোগীরা এই হামলার নেপথ্যে রয়েছেন। দিন কয়েক আগে একটি ঘটনাকে কেন্দ্র করে বাবলুর সঙ্গে সূরজের অশান্তি হয়। সেই অশান্তির ঘটনার জেরেই তিনি বাবলুকে খুনের ছক কষেছিলেন কি না, তা তদন্তকারীদের আতশকাচের নীচে।