Delhi

দিল্লির নাম হোক ‘ইন্দ্রপ্রস্থ’! শাহকে চিঠি দিয়ে আর্জি বিজেপি সাংসদের, স্টেশন, বিমানবন্দরের নাম পরিবর্তনেরও প্রস্তাব

বিজেপি সাংসদ মনে করেন, দিল্লি শুধু আধুনিক নগর নয়, ভারতীয় সভ্যতার আত্মাও বটে। বারাণসী, প্রয়াগরাজ, উজ্জ্বয়িনী, অযোধ্যা তাদের ‘প্রাচীন পরিচয়’ এখনও ধরে রেখেছে। দিল্লিকেও সেই রূপেই ফেরানো উচিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১১:৫৯
Share:

দিল্লির নাম পরিবর্তনের আর্জি জানিয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ। — ফাইল চিত্র।

দেশের রাজধানী দিল্লির নাম পরিবর্তন করে রাখা হোক ‘ইন্দ্রপ্রস্থ’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে এমন আর্জিই জানালেন দিল্লির চাঁদনি চকের বিজেপি সাংসদ প্রবীণ খণ্ডেলওয়াল। পাশাপাশি পুরনো দিল্লি স্টশনের নাম ‘ইন্দ্রপ্রস্থ জাংশন’ এবং আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ‘ইন্দ্রপ্রস্থ বিমানবন্দর’ রাখার প্রস্তাবও দিয়েছেন তিনি। শাহকে লেখা চিঠিতে খণ্ডেলওয়াল জানিয়েছেন, এই পদক্ষেপ করা হলে তা দিল্লির ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সভ্যতার শিকড়কেই তুলে ধরবে। একই আর্জি জানিয়ে বিজেপি সাংসদ চিঠি দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং অন্য মন্ত্রীদেরও।

Advertisement

শাহকে লেখা চিঠিতে বিজেপি সাংসদ খণ্ডেলওয়াল লিখেছেন, ‘‘দিল্লির ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। শুধু তাই নয়, ভারতীয় সভ্যতার আত্মা হল এই দিল্লি। পাণ্ডবেরা যে ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিল, সেই ঐতিহ্যও জড়িয়ে।’’ তিনি দেশের রাজধানীতে পঞ্চপাণ্ডবের মূর্তি স্থাপন করার আর্জিও জানিয়েছেন। তাঁর মতে, ‘পবিত্র ইন্দ্রপ্রস্থে’ (দিল্লি) পাণ্ডবদের মূর্তি স্থাপন করলে তা ভারতীয় সংস্কৃতি, ইতিহাস, বিশ্বাসকেই তুলে ধরবে। তাঁর কথায়, ‘‘পাণ্ডবদের নীতি, ন্যায়পরায়ণতা, সাহসকে এই প্রজন্মের কাছে তুলে ধরবে। মহিমান্বিত ঐতিহ্যের সঙ্গেও জুড়বে।’’

বিজেপি সাংসদ মনে করেন, দিল্লি শুধু আধুনিক নগর নয়, ভারতীয় সভ্যতার আত্মাও বটে। বারাণসী, প্রয়াগরাজ, উজ্জ্বয়িনী, অযোধ্যা তাদের ‘প্রাচীন পরিচয়’ এখনও ধরে রেখেছে। দিল্লিকেও সেই রূপেই ফেরানো উচিত, শাহকে লেখা চিঠিতে এমনই জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংস্কৃতিক নবজাগরণ নিয়ে যে দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই অনুসারে, অযোধ্যা, কাশী, প্রয়াগরাজের মতো প্রাচীন শহরকে পুনরুজ্জীবিত করা হলে দিল্লি নয় কেন?’’ দিল্লির নাম বদল করা হলে আধুনিক প্রজন্মের কাছেও বার্তা যাবে।

Advertisement

গত মাসে বিশ্ব হিন্দু পরিষদও একই আর্জি জানিয়ে দিল্লির সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্রকে চিঠি দিয়েছিল। এ বার শাহকে চিঠি দিলেন দিল্লির বিজেপি সাংসদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement