বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। —ফাইল চিত্র।
দায়িত্ব নেওয়ার পরে সব রাজ্যের পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসে গোটা দেশে সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ দিলেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সম্প্রতি মনরেগার খোলনলচে বদলে ফেলে বিকশিত ভারত জি রাম জি আইন চালু করেছে কেন্দ্র। ওই আইনের ইতিবাচক দিকগুলি তুলে ধরতে রাজ্য সভাপতিদের পথে নামার নির্দেশ দিয়েছেন নতুন সভাপতি।
গতকাল আনুষ্ঠানিক ভাবে বিজেপির জাতীয় সভাপতির দায়িত্ব নিয়েছেন নিতিন। আজ সব রাজ্যের রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক (সংগঠন), জাতীয় মুখপাত্রদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
বিজেপির এক নেতার কথায়, “প্রথম ধাপে ছিল জাতীয় সভাপতির পরিচয় পর্ব ও তাঁকে সংবর্ধনা দেওয়া, দ্বিতীয় ধাপে জাতীয় সভাপতির বক্তব্যের পর তৃতীয় ধাপে রাজ্যের সভাপতিদের সঙ্গে পরিচয়পর্ব ও লক্ষ্য বেঁধে দেওয়া হয়।”
সূত্রের মতে, বৈঠকে তৃণমূল স্তরে দলকে আরও শক্তিশালী করে তোলায় জোর দেন নিতিন। জে পি নড্ডার আমলে দক্ষিণের রাজ্যগুলিতে আসন পায় বিজেপি। ফলে দক্ষিণের রাজ্যে দলের বিস্তার এখন মূল চ্যালেঞ্জ নিতিনের কাছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে