বিধানসভা অধিবেশন শুরুর দিনই মণিপুর রাজভবনের সামনে ঘটল বিস্ফোরণ। পুলিশ জানায়, আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ইম্ফল রাজভবন চত্বরের বাইরে আইইডি বিস্ফোরণ ঘটে। তাতে কেউ হতাহত হননি। ওই এলাকায় কী ভাবে আইইডি এল তা জানতে তদন্তের নির্দেশ দেন রাজ্য পুলিশের ডিজি শাহিদ আহমেদ।