Kabaddi Player Death

চাকরির প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি স্বামী! আর্থিক সঙ্কটে পড়ে আত্মঘাতী জাতীয় স্তরের কবাডি খেলোয়াড়

পুলিশ জানিয়েছে, মৃতার নাম কিরণ সুরজ ধারে। ২০২০ সালে স্বপ্নিল জয়দেব লামঘারে নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তাঁর। কিরণদের আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৩:৩০
Share:

মৃত কবাডি খেলোয়াড় কিরণ সুরজ ধারে। ছবি: সংগৃহীত।

মহারাষ্ট্রের নাগপুরে জাতীয় স্তরের এক মহিলা কবাডি খেলোয়াড়ের দেহ উদ্ধার হল। অভিযোগ, বিয়ের আগে স্বামী তাঁকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিয়ের পর সেই কথা রাখেননি। তার পরই আত্মঘাতী হয়েছেন ওই কবাডি খেলোয়াড়।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতার নাম কিরণ সুরজ ধারে। ২০২০ সালে স্বপ্নিল জয়দেব লামঘারে নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তাঁর। কিরণদের আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। অভিযোগ, বিয়ে করার আগে স্বপ্নিল প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিরণ এবং তাঁর ভাইকে চাকরির ব্যবস্থা করে দেবেন যাতে সাংসারিক অনটন কিছুটা ঘোচে।

কিরণের পরিবারের অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছিলেন স্বপ্নিল। কিন্তু বিয়ের পরই বেঁকে বসেন তিনি। কিরণ বুঝতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা করেছেন স্বপ্নিল। কিরণের পরিবারের আরও অভিযোগ, বিয়ের পর চাকরি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। কিরণকে নানা ভাবে হেনস্থা এবং শারীরিক নির্যাতন করতে থাকেন স্বপ্নিল। বার বার গার্হস্থ হিংসার শিকার হয়ে শেষে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যান কিরণ। অভিযোগ, তার পরেও কিরণকে নানা ভাবে হুমকি দেওয়া হত। হেনস্থা করা হত। বিবাহবিচ্ছেদের মামলাও দায়ের করেছিলেন কিরণ। গত ৪ ডিসেম্বর বিষ খেষে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তিন দিন সেখানে চিকিৎসা চলার পর সোমবার মৃত্যু হয় কিরণের। কবাডি খেলোয়াড়ের মৃত্যুর পর থেকে পলাতক তাঁর স্বামী স্বপ্নিল। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement