সুটকেস খুলতেই উদ্ধার দেহ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাস্তার ধরে পড়েছিল সুটকেস। সেই সুটকেসের ঢাকনা খুলতেই বেরিয়ে এল এক মহিলার দেহ। গুরুগ্রামের ঘটনা। রবিবার পুলিশ জানিয়েছে, ওই মহিলার পরিচয় এখনও মেলেনি। কেউ মৃতার পরিচয় জানালে তাঁকে ২৫ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুগ্রাম-ফরিদাবাদ সড়কের ধারে একটি সুটকেস পড়ে থাকতে দেখেন এক স্থানীয়। তার চারপাশে মাছি উড়তে দেখে সন্দেহ হয় ওই ব্যক্তির। তিনি স্থানীয় থানায় খবর দেন। পুলিশ এসে সুটকেস খুলে ওই দেহ উদ্ধার করে। তাদের প্রাথমিক অনুমান, কয়েক দিন আগে খুন করা হয়েছে ওই মহিলাকে। অন্য কোথাও অপরাধ ঘটানো হয়েছে। পরে ওই রাস্তার ধারে ফেলা হয়েছে সুটকেস। মৃতার বয়স ৩০ থেকে ৩৫ বছর। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কুকুর নিয়েও তল্লাশি চালিয়েছে তারা। তাদের তরফে জানানো হয়েছে, মহিলার পরনে ছিল লাল টপ এবং কালো জিনস। ডান হাতে একটি চুরি ছিল। শরীরে বেশ কয়েকটি উল্কি রয়েছে। ডান কব্জিতে একটি ছবি উল্কি করা রয়েছে। বাম হাতের বুড়ো আঙুলে লেখা রয়েছে ‘৮’। সেই উল্কির সূত্র ধরেই পুলিশ মৃতার পরিচয় জানার চেষ্টা করছে।