উড়িয়ে দেওয়া হবে নয়াদিল্লি স্টেশন, হুমকি ইমেল ঘিরে হুলুস্থুল

পঞ্জাবের পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পরেই রবিবার সকালে বোমাতঙ্ক ছড়াল নয়াদিল্লি স্টেশনে। সূত্রের খবর, দিল্লি-কানপুর ট্রেনে বিস্ফোরণ হতে পারে বলে মুম্বই পুলিশের সন্ত্রাস দমন শাখার কাছে হুমকি আসে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৬ ১০:০০
Share:

পুলিশ কুকুরের সাহায্যে চলছে তল্লাশি। ছবি: টুইটার।

পঞ্জাবের পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পরেই রবিবার সকালে বোমাতঙ্ক ছড়াল নয়াদিল্লি স্টেশনে। সূত্রের খবর, দিল্লি-কানপুর ট্রেনে বিস্ফোরণ হতে পারে বলে মুম্বই পুলিশের সন্ত্রাস দমন শাখার কাছে হুমকি আসে। ইমেল মারফত এই হুমকি বার্তা আসে। এর পরই রেলবোর্ডকে হুমকির ব্যাপারে জানানো হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খালি করে দেওয়া হয় নয়াদিল্লি স্টেশন।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে বোমা বিস্ফোরণে ট্রেন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। হুমকি বার্তা পাওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। নয়াদিল্লি স্টেশন শুধু নয় আশপাশের সব স্টেশনেই ট্রেন থামিয়ে তল্লাশি চালানো হয়। দিল্লি এবং কানপুরের মধ্যে সব ট্রেনে বিশেষ তল্লাশি চালানো হয়। তার পরউ ট্রেনগুলিকে গন্তব্যের দিকে রওনা করানো হয়। এর ফলে বহু স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে যাত্রিবাহী ট্রেনগুলি। কিছু ট্রেনকে আবার অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়।
অন্য দিকে, বোমাতঙ্কের জেরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ স্টেশনে দিল্লি থেকে লখনউগামী শতাব্দী স্টেশন থামিয়ে দেওয়া হয়। যাত্রীদের নেমে আসতে বলা হয়। খালি ট্রেনে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর...
• সেনা ঘাঁটিতে জইশ-হানা, ফোনে আড়ি পেতে জোর রক্ষা পঞ্জাবে
• পাঠানকোটে ফের গুলির শব্দ, বায়ুসেনা ঘাঁটিতে তল্লাশি জারি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন