Thalapathy Vijay

পদপিষ্টকাণ্ড: টিভিকে-নেতা ‘থলপতি’ বিজয়ের বাসভবন বোমায় ওড়ানোর হুমকি! নিরাপত্তা বাড়ানো হল তামিল অভিনেতার

চেন্নাই পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে তাদের কাছে খবর আসে বিজয়ের নীলাঙ্কারাইয়ের ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমা রাখা আছে। বোমায় উড়িয়ে দেওয়া হুমকিও দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩১
Share:

টিভিকে প্রধান বিজয়ের বাসভবনে বোমাতঙ্কের পর তল্লাশি জারি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তামিলনাড়ুর করুরে তাঁর প্রচারসভায় পদপিষ্টের ঘটনার পরই জনরোষের আশঙ্কায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা নেতা তথা ‘থলপতি’ বিজয়ের বাসভবনের। তার মধ্যেই সোমবার অভিনেতার ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমাতঙ্ক ছড়াল।

Advertisement

চেন্নাই পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে তাদের কাছে খবর আসে বিজয়ের নীলাঙ্কারাইয়ের ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমা রাখা আছে। বোমায় উড়িয়ে দেওয়া হুমকিও দেওয়া হয়। সেই বার্তা পেতেই পুলিশ সতর্ক হয়ে যাবে। বিজয়ের বাসভবনের নিরাপত্তা আরও বাড়ানো হয়। বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াগ অভিনেতার চেন্নাইয়ের বাসভবনে পৌঁছে তল্লাশি শুরু করেছে। প্রসঙ্গত, শনিবার রাতে পদপিষ্টের ঘটনার পর করুর ছেড়ে বেরিয়ে আসেন বিজয়। তিনি চেন্নাইয়ে চলে যান। এই ঘটনার অব্যবহিত পরেই করুর ছেড়ে অভিনেতার চলে যাওয়ার বিষয়টি জন-আক্রোশের কারণ হয়ে উঠতে পারে, এই আশঙ্কা করেই টিভিকে প্রধানের বাসভবন নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। তার মধ্যেই বোমার হুমকি আসায় হুলস্থুল পড়ে যায়।

তবে টিভিকে-র এক সূত্র ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে, করুরের ঘটনায় অত্যন্ত ব্যথিত দলীয় প্রধান বিজয়। এবং এতটাই শোকাহত যে, ঘটনার পর থেকে কিছু মুখে তোলেননি তিনি। ওই সূত্র আরও জানিয়েছে, নিরপেক্ষ তদন্ত চায় টিভিকে। সিবিআই তদন্ত অথবা আদালতের নজরদারিতে সেই তদন্তের আবেদন জানানো হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছেন বিজয়। করুর প্রশাসনের তরফে কোনও টিভিকে নেতাকে ঘটনাস্থল পরিদর্শনে না আসার পরামর্শ দিয়েছে। কারণ, তাতে পরিস্থিতি আরও বিগড়াতে পারে বলে আশঙ্কা তাদের। টিভিকে সূত্রে খবর, করুরের সরকারি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বিজয় এবং টিভিকে-র নেতারা। মৃতদের পরিবারগুলির সঙ্গেও দেখা করার পরিকল্পনা ছিল। কিন্তু প্রশাসনিক নির্দেশে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, শনিবারের এই দুর্ঘটনায় ১০ শিশু-সহ ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement