Mumbai

মুম্বইয়ের সৈকতে নয় ছটপুজো

দিল্লি সরকার ও রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই যমুনার তীর, মন্দির ও বিভিন্ন প্রকাশ্য স্থানে ছটপুজো নিষিদ্ধ করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ০৪:৪৭
Share:

—ফাইল চিত্র।

করোনা পরিস্থিতিতে মুম্বইয়ের সমুদ্রসৈকত, নদীর তীর কিংবা পুকুরের ধারে ছটপুজোর অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিল বৃহন্মুম্বই পুরসভা। মূলত বিহারি জনতার একাংশ মহারাষ্ট্র সরকারের কাছে ছটের জন্য বিধি শিথিল করার আর্জি জানিয়েছিলেন। কিন্তু স্বাস্থ্যবিধি নিয়ে আপস করতে নারাজ পুরসভা।

Advertisement

দিল্লি সরকার ও রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই যমুনার তীর, মন্দির ও বিভিন্ন প্রকাশ্য স্থানে ছটপুজো নিষিদ্ধ করা হয়েছে। বিজেপির বক্তব্য, কোভিড মোকাবিলায় ব্যর্থতা ঢাকতেই ছট নিয়ে কড়াকড়ি করছে অরবিন্দ কেজরীবাল সরকার।

ঝাড়খণ্ড সরকার এর আগে সর্বসাধারণের ব্যবহার্য পুকুর, নদী, বাঁধ বা জলাধারে ছটপুজো নিষিদ্ধ করেছিল। বাজি ফাটানো, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। এই নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হওয়ায় তাতে সামান্য পরিবর্তন করেছে হেমন্ত সোরেন সরকার। নয়া নির্দেশে প্রকাশ্য স্থানে ছটপুজোর অনুমতি দেওয়া হলেও পুজোর সময়ে মাস্ক পরা, স্যানিটাইজ়ার ব্যবহার ও পারস্পরিক দূরত্ব বাধ্যতামূলক করা হয়েছে। ছটপুজো নিয়ে আচরণবিধি জারি করেছে বিহার সরকারও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন