দিল্লিতে বিএসএফের চার্টার্ড বিমান ভেঙে মৃত ১০ সওয়ারি

দিল্লির কাছে দ্বারকার সেক্টর আটে বরদৌলা গ্রামে ভেঙে পড়ল বিএসএফ-এর চার্টার্ড বিমান। মঙ্গলবার সকালের এই দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানের দশ সওয়ারি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৫ ১১:০১
Share:

দুর্ঘটনার পর। ছবি: ইউটিউবের সৌজন্যে।

দিল্লির কাছে দ্বারকার সেক্টর আটে বরদৌলা গ্রামে ভেঙে পড়ল বিএসএফ-এর চার্টার্ড বিমান। মঙ্গলবার সকালের এই দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানের দশ সওয়ারি।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, বিমানটি রাঁচি যাচ্ছিল। বিমানে ছিলেন ১০ জন। বিমানের মধ্যে বিএসএফ-এর ই়ঞ্জিনিয়ারেরা ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে নেমে আসছিল বিমানটি। সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাঁচিগামী বিমানটির। তার পরই দেওয়ালে গোঁত্তা খেয়ে ভেঙে পড়ে সেটি।

বিমানটিকে ঘুরতে ঘুরতে নীচে নামতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানিয়েছেন, তার পরই দেওয়ালে ধাক্কা মারে বিমানটি। আগুন ধরে যায় বিমানটিতে। ঘটনাস্থলে পৌঁছছে দমকলের ১৫টি ইঞ্জিন। ঘটনাস্থলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর...

• দমদমে এয়ার ইন্ডিয়ার বিমানে বাসের ধাক্কা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement