National News

বিএসএফের তীব্র প্রত্যাঘাত, ‘যুদ্ধবিরতির আর্জি’ পাক রেঞ্জার্সের

বিএসএফ জানিয়েছে, রবিবার সকালে পাকিস্তানি রেঞ্জার্স (যারা পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করে)-এর এক অফিসার জম্মুতে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন বিএসএফের কাছে যুদ্ধবিরতির আর্জি জানান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০১৮ ১৭:৩৭
Share:

ফাইল চিত্র।

অনেক হয়েছে, আর না। আপাতত যুদ্ধবিরতি হোক।

Advertisement

জম্মু-কাশ্মীরে ভারতের কাছ থেকে জোরদার প্রত্যাঘাত পেয়ে এ বার আন্তর্জাতিক সীমান্তে যুদ্ধবিরতির আর্জি জানাল পাকিস্তান।

বিএসএফ জানিয়েছে, রবিবার সকালে পাকিস্তানি রেঞ্জার্স (যারা পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করে)-এর এক অফিসার জম্মুতে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন বিএসএফের কাছে যুদ্ধবিরতির আর্জি জানান।

Advertisement

বিএসএফের এক পদস্থ কর্তার কথায়, ‘‘কোনও প্ররোচনা ছাড়াই কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তের ও-পার থেকে লাগাতার গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছিল পাক বাহিনী। গত তিন দিন ধরে তার প্রত্যাঘাত শুরু করে বিএসএফ। তার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় পাক বাহিনীর।’’

গতকালই একটি ভিডিও প্রকাশ করে বিএসএফ। তাতে দেখা যায়, বিএসএফের ছোড়া একটি রকেট উড়ে গিয়ে আঘাত করছে পাক বাহিনীর বাঙ্কারে। তার পর ভয়াবহ বিস্ফোরণের শব্দও শোনা যায়।

এর পরেই এ দিন সকালে পাক রেঞ্জার্সের তরফে বিএসএফের কাছে জানানো হয় যুদ্ধবিরতির আর্জি।

আরও পড়ুন- ‘আজাদি’র স্বপ্ন ভুলে যান, কাশ্মীরী যুবদের বার্তা দিলেন সেনাপ্রধান

আরও পড়ুন- অকারণে গুলি পুলিশের, দাবি কিশোরের দাদার​

বিএসএফের ইন্সপেক্টর জেনারেল রাম অবতার শুক্রবার বলেন, ‘‘ওরা যদি আমাদের টার্গেট করে হামলা চালিয়ে যায়, তা হলে আমারও যোগ্য জবাব দেব।’’

প্ররোচনা ছাড়াই, যুদ্ধবিরতি ভেঙে পাক বাহিনীর মর্টার হামলায় জম্মুর আর্নিয়া সেক্টরে গত শুক্রবার এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। জখম হন আরও এক জওয়ান। গত ১৫ মে পাক বাহিনীর গোলাবর্ষণে দেবেন্দ্র সিংহ নামে আরও এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। এই নিয়ে আন্তর্জাতিক সীমান্তে পাক গোলাবর্ষণের ৭০০টি ঘটনায় ১৮ জন নিরাপত্তাকর্মী সহ ৩৪ জনের মৃত্যু হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement