J&K Border

পাকিস্তানি নম্বরে ঘন ঘন ফোন, সন্দেহজনক গতিবিধি! কাশ্মীরে পাক সীমান্ত থেকে যুবককে পাকড়াও করল বিএসএফ

জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে এক যুবককে পাকড়াও করল বিএসএফ। বাহিনী সূত্রে খবর, অনেক দিন ধরেই ধৃতের গতিবিধি তাদের নজরে ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৫:০৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে এক যুবককে পাকড়াও করল বিএসএফ। বাহিনী সূত্রে খবর, অনেক দিন ধরেই ধৃতের গতিবিধি তাদের নজরে ছিল। তাঁর মোবাইল থেকেও কয়েকটি কল রেকর্ড মিলেছে। ওই ফোনগুলি পাকিস্তানের নম্বরে করা হয়েছিল। এর ভিত্তিতে যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisement

উপত্যকার পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করছে। সূত্রের খবর, ধৃত পাকিস্তানে কার সঙ্গে যোগাযোগ রাখছিলেন, তাঁর সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কি না, সবই খতিয়ে দেখা হচ্ছে।

যদিও এখনও ধৃতের নাম-পরিচয় প্রকাশ্যে আনেনি জম্মু-কাশ্মীরের পুলিশ। যুবক পাকড়াও হওয়ার পর এলাকায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, গত মার্চ মাসে কাঠুয়ার হীরানগর সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত পারাপারের সময়ে এক যুবককে ধরেছিল নিরাপত্তা বাহিনী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement