তরুণীর দগ্ধ দেহ উদ্ধার

ঝুপড়িতে মিলল তরুণীর দগ্ধ দেহ। গুয়াহাটির জ্যোতিকুচির ঘটনা। পুলিশ জানায়, আজ সকালে হিল ভিউ পথে থাকা নির্জন এলাকায় একটি ঝুপড়ি থেকে অজ্ঞাতপরিচয় তরুণীর দগ্ধ দেহ উদ্ধার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০৩:২৪
Share:

ঝুপড়িতে মিলল তরুণীর দগ্ধ দেহ। গুয়াহাটির জ্যোতিকুচির ঘটনা। পুলিশ জানায়, আজ সকালে হিল ভিউ পথে থাকা নির্জন এলাকায় একটি ঝুপড়ি থেকে অজ্ঞাতপরিচয় তরুণীর দগ্ধ দেহ উদ্ধার করা হয়। সন্দেহ করা হচ্ছে বাইরে কোথাও তাকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দেহটি পরে ওই ঘরে ফেলে রেখে যায় হত্যাকারীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরে জানা গিয়েছে, দেহটি হাজোর অর্জিনা বেগমের। ৫ মার্চ সে ইশা নামে এক যুবকের সঙ্গে বেরিয়েছিল। তার পর থেকেই তাঁর সন্ধান ছিল না। পুলিশ জানিয়েছে, ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement