National news

জম্মু-কাশ্মীরের খাদে যাত্রিবোঝাই বাস, মৃত অন্তত ৩০

সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের স্বর্গওয়ারিতে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

কিশ্তওয়াড় শেষ আপডেট: ০১ জুলাই ২০১৯ ১২:৫৮
Share:

খাদে পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি। ছবি: টুইটার।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। ওই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের স্বর্গওয়ারিতে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বাসটি যাত্রী নিয়ে কেশওয়ান থেকে কিশ্তওয়াড়ের দিকে যাচ্ছিল। স্বর্গওয়ারির কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার ধারেই খাদ। যাত্রী-সহ বাস সেই খাদে গিয়ে পড়ে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। সে কারণেই সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনের দেহ উদ্ধার হয়েছে। ২২ জন গুরুতর আহত। তাঁদের হেলিকপ্টারে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশের উদ্ধারকারী দল গিয়ে পৌঁছয়। এ দিন দুপুর পর্যন্ত পাওয়া খবর, উদ্ধারকাজ এখনও চলছে।

Advertisement

আরও পড়ুন:

৬ লক্ষ ৭০ হাজারের ‘কাটমানি’ ফেরত দিলেন তৃণমূল নেতারা, ‘মধ্যস্থতা’য় বিজেপি

মেয়ে হারিয়ে গিয়েছে, খুঁজতে গাড়িভাড়া চাইছে পুলিশ!

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেফবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাও টুইট করেছেন।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন