National News

কাল দেশ জুড়ে পরিবহণ ধর্মঘট, এ রাজ্যে প্রভাব পড়ার সম্ভাবনা ক্ষীণ

সম্প্রতি পুরনো আইন সংশোধিত করে মোটর ভেহিকল (অ্যামেন্ডমেন্ট) বিল এনেছে কেন্দ্র। তাতে পরিবহণ শ্রমিকদের আয়ের পথ জটিল হবে এবং উপার্জন কমে যাবে বলে শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ১৬:৪০
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সরকারের নতুন মোটর ভেহিকল আইনের প্রতিবাদে আগামী কাল মঙ্গলবার দেশ জুড়ে পরিবহণ ধর্মঘটের পথে যাচ্ছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও পরিবহণ সংগঠন। সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গেও। মূলত লরি, বাস, ট্যাক্সি এবং কিছু ক্ষেত্রে পুলকারের উপরে ধর্মঘটের প্রভাব বেশি পড়তে পারে। তবে, বিজেপি এবং তৃণমূলের সংগঠন এই ধর্মঘটে নেই।

Advertisement

সম্প্রতি পুরনো আইন সংশোধিত করে মোটর ভেহিকল (অ্যামেন্ডমেন্ট) বিল এনেছে কেন্দ্র। তাতে পরিবহণ শ্রমিকদের আয়ের পথ জটিল হবে এবং উপার্জন কমে যাবে বলে শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ। এই ‘কালা কানুন’-এর প্রতিবাদে দেশজোড়া ধর্মঘটের ডাক। তার সঙ্গে পশ্চিমবঙ্গে পরিবহণ ক্ষেত্রে বেশ কিছু দাবিদাওয়া যোগ করেছে সিটু-র মতো সংগঠন। এ রাজ্যে পরিবহণ ক্ষেত্রে এখন যদিও সিটু-র প্রভাব আগের চেয়ে অনেক কম। তবুও দেশজোড়া ধর্মঘটের জেরে পণ্যবাহী ট্রাক ভিন্‌রাজ্যে আটকে গেলেও এ রাজ্যের বাজারের উপর তার প্রভাব পড়বে। সিটু-র রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়ের সংযোজন,‘‘লরি বাস ট্যাক্সির পাশাপাশি অটো-ও এই ধর্মঘটের আওতায় আছে।এ রাজ্যে পরিবহণ শ্রমিকদের মধ্যে ভীতির পরিবেশ বজায় রয়েছে। তবুও আমরা ধর্মঘট সফল হবে আশা করি। বিভিন্ন পুলকার অ্যাসোসিয়েশনগুলোকেও আমরা ধর্মঘটে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছি।’’

আরও পড়ুন: জম্মুতে হামলার ছক ভেস্তে দিল পুলিশ, লক্ষ্য ছিল দিল্লিও!

Advertisement

আরও পড়ুন: শিয়া-সূত্রেও জট, রামমন্দির প্রশ্নে রফা অধরাই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement