সচিন তেন্ডুলকর এবং লতা মঙ্গেশকর।
বাংলার কংগ্রেসে তাঁকে নিয়ে ক্ষোভ যথেষ্ট। দলের একাংশ মনে করেন, এত দিন ধরে রাজ্যের পর্যবেক্ষক তিনি। বিজেপি-র কৈলাস বিজয়বর্গীয় যেখানে ঘন ঘন যাতায়াত করেন বাংলায়, সেখানে তাঁর এ রাজ্যে পা পড়াই ভার! এআইসিসি-র সেই সাধারণ সম্পাদক এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সি পি জোশী এ বার টুইটারে ঠাট্টার পাত্র হলেন! কারণ, বৃহস্পতিবার জন্মদিন ছিল লতা মঙ্গেশকরের। আর জোশী কি না শুভেচ্ছা জানিয়ে বসলেন আর এক বিখ্যাত মুম্বইকর সচিন তেন্ডুলকরকে!
আরও পড়ুন:দশমীতে সঙ্ঘের মঞ্চে অতিথি মুসলিম, দলিত
টুইট করে এ দিন সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান জোশী। জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ যাঁরা লতাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রায় সকলকেই পাল্টা ধন্যবাদ জানিয়েছেন ৮৮ বছরের গায়িকা। ‘অপ্রত্যাশিত’ শুভেচ্ছা পেয়ে সচিন অবশ্য জোশীকে উত্তর দেননি। বরং, তিনি শুভেচ্ছা জানিয়েছেন ‘লতাদিদি’কে। কিন্তু টুইটারে প্রশ্নের হাত থেকে রেহাই পাননি রাজস্থানের কংগ্রেস নেতা। তাঁকে মনে করিয়ে দেওয়া হয়েছে, সচিনের জন্মদিন তো এপ্রিলে! কেউ কেউ প্রশ্ন তুলেছেন, মোদী জমানায় কংগ্রেসের সব হিসেবই কি গুলিয়ে যাচ্ছে? আর বিজেপি-র সমর্থক কেউ কেউ আরও তীব্র কটাক্ষ হেনে বলেছেন, জন্মদিন বিভ্রাটের জন্যও কি মোদী সরকারকেই দায়ী করবেন কংগ্রেস নেতৃত্ব! কংগ্রেসের দুর্বল ‘হোমওয়ার্ক’ নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন।
বেগতিক দেখে শেষ পর্যন্ত ভুল শুভেচ্ছার টুইট উড়িয়ে দিয়েই রেহাই পেয়েছেন জোশী!