ROSE Valley Scam

রোজ় ভ্যালির ফরেন্সিক অডিটে কি এসএফআইও

ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন সেই তথ্য বিবেচনা করে ফরেন্সিক অডিটের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কোর্ট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৯:৪০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অর্থলগ্নি সংস্থা রোজ় ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্য গঠিত ‘অ্যাসেট ডিসপোজ়াল কমিটি’ (এডিসি)-র ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির ফরেন্সিক অডিটের দায়িত্ব এ বার কেন্দ্রীয় সরকারের ‘সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস’ (এসএফআইও)-কে দিতে পারে কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বলেছে, রোজ় ভ্যালি অর্থ লগ্নি সংস্থার প্রতারণার তদন্তে এসএফআইও-র অগ্রগতির বিষয়ে আদালতকে জানাবেন কেন্দ্রের আইনজীবী। ১১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন সেই তথ্য বিবেচনা করে ফরেন্সিক অডিটের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কোর্ট।

আগে সেবি, সিএজি এবং রাজ্যের অর্থ দফতর ফরেন্সিক অডিট করতে পারবে কি না, তা জানতে চেয়েছিল কোর্ট। কিন্তু তারা এই অডিট করতে অপারগ বলে কোর্টে জানায়। এ দিন সেবি-র কৌঁসুলি জানান, তারা অডিট করতে রাজি। কেন্দ্রের কৌঁসুলি ৬ জন বেসরকারি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের নাম সুপারিশ করেন। তবে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, বেসরকারি অ্যাকাউন্ট্যান্টদের এই দায়িত্ব দিয়ে আমানতকারীদের অর্থ অডিটের কাজে ব্যবহারে রাজি নয় কোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন