Jharkhand Encounter

‘পারলে আমাকে গ্রেফতার করুন’! চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ঝাড়খণ্ডের সেই দুষ্কৃতী উত্তমের মৃত্যু পুলিশের গুলিতেই

ঝাড়খণ্ড এবং বিহারে তোলাবাজি, ডাকাতি, খুন-সহ বেশ কয়েকটি মামলা ঝুলছে উত্তমের বিরুদ্ধে। তাঁকে অনেক দিন ধরেই ঝাড়খণ্ড এবং বিহার পুলিশ খুঁজছিল। উত্তমের বিরুদ্ধে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিহার সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪
Share:

পুলিশের গুলিতে হত দুষ্কৃতী উত্তম যাদব। ছবি: সংগৃহীত।

পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ‘পারলে আমাকে গ্রেফতার করে দেখান’। দীর্ঘ দিন ধরেই কুখ্যাত দুষ্কৃতী উত্তমকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ঝাড়খণ্ড পুলিশ। উত্তম তাদের কাছে ‘মাথাব্যথার’ কারণ হয়ে উঠেছিল। তার উপর চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার বিষয়টি উত্তমকে গ্রেফতারে পুলিশের কাছে আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল। ফলে এই দুষ্কৃতীকে ধরার জন্য একাধিক দল গঠন করে তল্লাশি শুরু হয়। শনিবার সন্ধ্যায় উত্তমকে বাগে পেয়ে যায় পুলিশ। শুরু হয় সংঘর্ষ। আর সেই সংঘর্ষেই মৃত্যু হয় উত্তমের।

Advertisement

গোপন সূত্রে পুলিশ খবর পায়, সিমারিয়া থানার অন্তর্গত জাবরা এলাকায় রয়েছেন উত্তম। সেই খবর পেয়ে চাতরা এবং হাজারিবাগ থেকে পুলিশের দু’টি দল ওই এলাকায় পৌঁছোয়। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেন উত্তম। কিন্তু তাঁকে চার দিক থেকে ঘিরে ফেলা হয়। এক পুলিশ আধিকারিকের দাবি, উত্তমের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র ছিল। তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তা না করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। পাল্টা গুলি চালায় পুলিশও। বেশ কয়েক রাউন্ড গুলি চলে। সেই সংঘর্ষে উত্তমের বুকে, পেটে এবং ঊরুতে গুলি লাগে। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ঝাড়খণ্ড এবং বিহারে তোলাবাজি, ডাকাতি, খুন-সহ বেশ কয়েকটি মামলা ঝুলছে উত্তমের বিরুদ্ধে। তাঁকে অনেক দিন ধরেই ঝাড়খণ্ড এবং বিহার পুলিশ খুঁজছিল। উত্তমের বিরুদ্ধে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিহার সরকার। ‘টাইগার গ্রুপ’ নামে একটি গ্যাং তৈরি করেছিলেন উত্তম। সেই গ্যাং নিজেই পরিচালনা করতেন। মা, দুয়েক আগে উত্তম একটি ভিডিয়ো প্রকাশ করেন। সেখানে তাঁকে দেখা যায়, একটি স্বয়ংক্রিয় রাইফেল হাতে ধরে রয়েছেন। সেই ভিডিয়োয় তিনি পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন ‘পারলে আমাকে গ্রেফতার করুন’। উত্তমের গ্যাংয়ের ন’জনকে গত জুলাইয়ে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু উত্তমের নাগাল পাচ্ছিল না। অবশেষে শনিবার পুলিশের গুলিতে মৃত্যু হল উত্তমের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement