সিবিআইয়ের হাতে গ্রেফতার তিন সাইবার প্রতারক। —প্রতীকী চিত্র।
মার্কিন নাগরিকদের প্রতারণা করে ৩৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল সিবিআই। এই সাইবার প্রতারকেরা ২০২৩ সাল থেকে মার্কিন নাগরিকদের ফাঁদে ফেলছেন বলে অভিযোগ তদন্তকারীরা। মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই-এর সঙ্গে সমন্বয় রেখে এক অভিযানে ওই তিন জনকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের নাম জিগর আহমেদ, যশ খুরানা এবং ইন্দ্রজিৎ সিংহ বালি। সিবিআই সূত্রে খবর, ধৃতদের বাড়ি থেকে নগদ ৫৪ লক্ষ টাকা, আটটি মোবাইল এবং ল্যাপটপ বাজেয়াপ্ত হয়েছে। পাশাপাশি অপরাধের সঙ্গে যোগ থাকতে পারে এমন কিছু ডিজিটাল নথিও উদ্ধার হয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত ১৮ অগস্ট এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল সিবিআইয়ের কাছে। তার পরে গত ২০ অগস্ট থেকে অমৃতসর এবং দিল্লির বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করেন আধিকারিকেরা। প্রাথমিক তদন্তে সিবিআইয়ের অনুমান, এই প্রতারণা চক্রের জাল পঞ্জাব থেকে শুরু করে ওয়াশিংটন পর্যন্ত বিস্তৃত। সিবিআইয়ের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ধৃতেরা ২০২৩ সাল থেকে এই প্রতারণা চালিয়ে যাচ্ছেন। প্রযুক্তিগত ভাবে সমৃদ্ধ এই প্রতারকেরা দূরে বসেই আমেরিকার নাগরিকদের কম্পিউটার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ফেলতেন। এই ভাবে মার্কিন নাগরিকদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে ৪ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৩৫০ কোটি টাকা) হাতিয়ে নেন প্রতারকেরা।
এই অভিযানের সময় সিবিআই আধিকারিকেরা অমৃতসরের একটি কল সেন্টারেও হানা দেন। সেই কল সেন্টার থেকেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলত বলে অভিযোগ। ওই অভিযান থেকেও ৩৪ জনকে আটক করেন তদন্তকারীরা। ওই কল সেন্টার থেকেও ৮৫টি হার্ড ড্রাইভ, ১৬টি ল্যাপটপ এবং ৪৪টি মোবাইল-সহ বেশ কিছু ডিজিটাল নথি উদ্ধার করেন তদন্তকারীরা।