Mumbai police

CBI Chief Summoned: সিবিআই প্রধান সুবোধকে মুম্বই পুলিশের তলব, বিভাগীয় তথ্য ফাঁস মামলায় ডাক

১৯৮৫ ব্যাচের মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস আধিকারিক সুবোধকুমার জয়সওয়াল গত মে মাসে সিবিআই-এর ডিরেক্টর পদে বসেন। ওই পদে তাঁর মেয়াদ ২ বছর। 

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২১ ২০:৩৩
Share:

গ্রাফিক— সনৎ সিংহ।

সিবিআই প্রধান সুবোধকুমার জয়সওয়ালকে সমন মুম্বই পুলিশের। পুলিশ কর্মীদের বদলি সংক্রান্ত বিভাগীয় তথ্য ফাঁস কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আগামী বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছে।

Advertisement

পুলিশের বদলি নিয়ে মহারাষ্ট্রের গোয়েন্দা বিভাগের তথ্য ফাঁসের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।, ওই মামলায় ইতিমধ্যেই রাজনৈতিক টানাপড়েন শুরু হয়েছে। বম্বে হাই কোর্টে এ নিয়ে মামলাও দায়ের হয়েছে।

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুবোধকুমারকে ই-মেল মারফৎ সমন পাঠানো হয়েছে। সিবিআই-এর ডিরেক্টর হওয়ার আগে মহারাষ্ট্র পুলিশের সর্বময় কর্তা ছিলেন সুবোধকুমার। সেই সময় ওই তথ্য ফাঁসের ঘটনা ঘটে বলে অভিযোগ। সেই কাণ্ডেই সিবিআই প্রধানকে তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

১৯৮৫ ব্যাচের মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস আধিকারিক সুবোধকুমার জয়সওয়াল গত মে মাসে সিবিআই-এর ডিরেক্টর পদে বসেন। ওই পদে তাঁর মেয়াদ ২ বছর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন