CBSE

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু মে মাসের ৪ তারিখ থেকে

অফলাইন, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে গিয়ে এক্ষেত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। তাই কোভিড বিধির কড়াকড়ি থাকবেই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ২০:০৭
Share:

পরীক্ষার বিস্তারিত সূচি পরে ওয়েবসাইটে জানা যাবে। ফাইল ছবি

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হতে চলেছে, ২০২১ সালের ৪ মে থেকে। এই দুই বড় পরীক্ষা চলবে জুন মাসের ১০ তারিখ পর্যন্ত। দুই ক্লাসের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে মার্চের ১ তারিখ থেকে। বিস্তারিত দিনক্ষণ পরে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। করোনা পরিস্থিতিতে সমস্ত রকম বিধিনিষেধ মেনেই এই পরীক্ষা হবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। অফলাইন, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে গিয়ে এক্ষেত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। তাই কোভিড বিধির কড়াকড়ি থাকবেই।

Advertisement

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এক সাংবাদিক বৈঠকে এ দিন পরীক্ষার কথা ঘোষণা করেন। অনলাইনে তিনি বলেন, জুলাই মাসের ১৫ তারিখে বড় পরীক্ষার ফল ঘোষিত হবে। সাধারণত, জানুয়ারি মাসে বোর্ডের পরীক্ষা শুরু হয়। ফেব্রুয়ারিতে শুরু হয়ে মার্চ মাসে পরীক্ষা শেষ হয়ে যায়। কিন্তু এ বার করোনা পরিস্থিতির জন্য সেই সময়ে পরীক্ষা হয়নি।

কেন্দ্রের তরফে বলা হয়েছে, বোর্ডের এই দুই পরীক্ষাই অফলাইনে নেওয়া হবে। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিলেবাস কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

এর আগে পরীক্ষা না হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘‘যদি পরীক্ষা ছাড়াই এ বারের পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়া হয়, তাহলে তাদের উপর একটি ছাপ পড়ে যাবে। হয়ত ভবিষ্যতে তাদের শুনতে হবে, পরীক্ষা না দিয়েই তারা পাশ করেছে। সেটা ভবিষ্যতের পক্ষে ভাল নয়। সেই কারণেই সরকার চায় পরীক্ষা আয়োজন করতে।’’

আরও পড়ুন:ধুলো না মেখেই স্কুলে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা

আরও পড়ুন: ২ জানুয়ারি থেকে করোনা টিকার মহড়া সব রাজ্যে, বলছে কেন্দ্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন