নজরদারির জন্য ব্যবস্থা

ভুয়ো অর্থলগ্নি সংস্থার উপর নজরদারির জন্য কেন্দ্র ও রাজ্য স্তরে নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় স্তরে একটি নজরদারি ব্যবস্থা তৈরির জন্য শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করেছে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা।

Advertisement
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০৩:১৫
Share:

ভুয়ো অর্থলগ্নি সংস্থার উপর নজরদারির জন্য কেন্দ্র ও রাজ্য স্তরে নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় স্তরে একটি নজরদারি ব্যবস্থা তৈরির জন্য শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করেছে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা। সোমবার কেন্দ্রের আইনজীবী মণীন্দ্র সিংহ জানান, সুপ্রিম কোর্টে এ দিন হলফনামা দিয়ে জানানো হয়েছে কেন্দ্র ও রাজ্য স্তরে নজরদারি এবং টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা তৈরি হচ্ছে। এ দিনই শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র পক্ষে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, ভুয়ো লগ্নি সংস্থা তাদের এক্তিয়ারে পড়ে না। এ নিয়ে নজরদারি করতে পারে রাজ্যই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement