CBI Raid

১০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার কেন্দ্রীয় আধিকারিক! বড় দুর্নীতির হদিস

যে নথিপত্র সিবিআই উদ্ধার করেছে, সেগুলো দেশের বিভিন্ন প্রান্তের বড় বড় জায়গার মালিকানা সংক্রান্ত নথি। তার মধ্যে রয়েছে, দিল্লি এবং বেঙ্গালুরুতে ন’টি বড় বড় আবাসন, একটি অফিস, তিনটি বসতবাড়ি তৈরির জায়গার নথিপত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ২২:০৮
Share:

সিবিআইয়ের অভিযানে উদ্ধার হওয়া অর্থ এবং নথিপত্র। ছবি: সংগৃহীত।

রাস্তা তৈরির ঠিকাদারের কাছে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের এক আধিকারিক। শুক্রবার গুয়াহাটিতে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)-এর ওই আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, নগদে ১০ লক্ষ টাকা ঘুষ নিচ্ছিলেন তিনি। তাঁর গ্রেফতারির পরে প্রচুর সম্পত্তির হদিস মিলেছে। বড় দুর্নীতিচক্রের খোঁজ পাওয়া যেতে পারে বলে মনে করছেন তাঁরা।

Advertisement

সিবিআই সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রীতেন কুমার সিংহ নামে এক কেন্দ্রীয় আধিকারিকের গুয়াহাটির অফিসে হানা দিয়েছিল তারা। এর পর গাজ়িয়াবাদ, ইম্ফলেও অভিযান চলে। সব মিলিয়ে নগদ ২ কোটি ৬২ লক্ষ টাকা উদ্ধার হয়। এ ছাড়াও হিসাব-বহির্ভূত সম্পত্তির নথি এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজ বাজেয়াপ্ত করা হয়।

জানা যাচ্ছে, যে নথিপত্র সিবিআই উদ্ধার করেছে, সেগুলো দেশের বিভিন্ন প্রান্তের বড় বড় জায়গার মালিকানা সংক্রান্ত নথি। তার মধ্যে রয়েছে, দিল্লি এবং বেঙ্গালুরুতে ন’টি বড় বড় আবাসন, একটি অফিস, তিনটি বসতবাড়ি তৈরির জায়গার নথিপত্র। রয়েছে গুয়াহাটির বেশ কিছু জায়গার দলিল।

Advertisement

তা ছাড়াও পশ্চিম ইম্ফলে দু’টি প্লট এবং একটি কৃষিজমি অধিগ্রহণ সংক্রান্ত নথি, ছ’টি বিলাসবহুল গাড়ি, দু’টি বিলাসবহুল ঘড়ি এবং একটি ১০০ গ্রাম রুপোর বাট বাজেয়াপ্ত হয়েছে। সিবিআই-এর প্রাথমিক তদন্তে ইঙ্গিত, অভিযুক্ত কেন্দ্রীয় সংস্থার আধিকারিক এবং তাঁর পরিবারের সদস্যদের নামে কেনা বেশ কিছু সম্পত্তি নিয়ে সন্দেহ রয়েছে।

ইতিমধ্যে কেন্দ্রীয় সংস্থার আধিকারিরক এবং একটি বেসরকারি কোম্পানির দুই প্রতিনিধির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিনোদকুমার জৈন নামে এক ঠিকাদারকেও গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement