online obscene content SOP

অনলাইন প্ল্যাটফর্মে আপত্তিকর ছবি বা ভিডিয়ো রুখতে নির্দেশিকা জারি কেন্দ্রের, অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা

এক মহিলা আইনজীবীর মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। অভিযোগ, ওই আইনজীবীর ব্যক্তিগত ছবি তাঁর অনুমতি ছাড়াই অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করেন তাঁর প্রেমিক। তার পরই ওই আইনজীবী হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ২২:০৭
Share:

—প্রতীকী চিত্র।

অনলাইন প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো (নন-কনসেনসুয়াল ইন্টিমেট ইমেজারি বা এনসিআইআই) প্রকাশ ও প্রচার বন্ধ করতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা আদর্শ কার্যপদ্ধতি জারি করল কেন্দ্র। মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের পর ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই পদক্ষেপ করল।

Advertisement

প্রসঙ্গত, এক মহিলা আইনজীবীর মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। অভিযোগ, ওই আইনজীবীর ব্যক্তিগত ছবি তাঁর অনুমতি ছাড়াই অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করেন তাঁর প্রেমিক। তার পরই ওই আইনজীবী হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এই ধরনের ঘটনাকে আটকাতে একটি আদর্শ কার্যপদ্ধতি বা এসওপি জারি করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেয় হাই কোর্ট।

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ এবং প্রচার বন্ধ করতে কেন্দ্র যে আদর্শ কার্যপদ্ধতি জারি করেছে সেখানে বলা হয়েছে—

Advertisement

* অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অনলাইন প্ল্যাটফর্মগুলিকে ওই ধরনের ছবি বা ভিডিয়ো সরিয়ে ফেলতে হবে। ওই ছবি বা ভিডিয়ো কারও কাছে না পৌঁছোয়, তার বন্দোবস্ত করতে হবে।

* এই ধরনের কোনও ছবি বা ভিডিয়ো প্রকাশিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি মহিলা এবং শিশুকল্যাণ মন্ত্রকের অধীনস্থ ওয়ান স্টপ সেন্টারগুলির সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (এনসিআরপি)-এর মাধ্যমেও অভিযোগ জানাতে পারবেন।

* অভিযোগ পাওয়ার পর ওয়ান স্টপ সেন্টারগুলি সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি সহযোগিতা, তাঁর কাউন্সেলিং এবং পুলিশে অভিযোগ জানানোর ক্ষেত্রে সহযোগিতা করবে।

* এ ছাড়াও এই ধরনের কোনও ছবি বা ভিডিয়ো প্রকাশিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি অনলাইন প্ল্যাটফর্মের গ্রিভান্স অফিসারের কাছে অভিযোগ জানাতে পারবেন। গ্রিভান্স অফিসারের জবাবে সন্তুষ্ট না হলে, ওই ব্যক্তি গ্রিভান্স আপিল কমিটির (জিএসি)-র কাছে আবেদন করতে পারবেন।

* এনসিসিআই সংক্রান্ত অভিযোগ পেলে পুলিশকে দ্রুত এনসিআরপিতে রিপোর্ট করতে হবে এবং অভিযোগকারী এফআইআর করতে চাইলে, তার ব্যবস্থা করতে হবে পুলিশকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement