উচ্চশিক্ষায় মঞ্জুরির ক্ষমতাহীন কমিশন!

ইউজিসি-র হাতে যেমন অর্থ মঞ্জুরির ক্ষমতা রয়েছে, নতুন কমিশনের হাতে তা রাখা হচ্ছে না। অর্থ বরাদ্দ করার অধিকার থাকবে কেবল মন্ত্রকের হাতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ০৫:২৫
Share:

প্রতীকী ছবি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-কে কার্যত বাতিল করে দিয়ে একটি নতুন উচ্চ শিক্ষা কমিশন গড়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। তৈরি করা হয়েছে তার খসড়া বিলও। সংসদের বাদল অধিবেশনেই তা পেশ করার প্রস্তুতি নিচ্ছে সরকারও। কেন্দ্র জানিয়েছে, উচ্চ শিক্ষাকে এক ছাতায় নিয়ে আসতেই এই সিদ্ধান্ত। তবে বিলটি নিয়ে গোড়া থেকেই ঝড় ওঠার আশঙ্কা প্রবল। কারণ, ইউজিসি-র হাতে যেমন অর্থ মঞ্জুরির ক্ষমতা রয়েছে, নতুন কমিশনের হাতে তা রাখা হচ্ছে না। অর্থ বরাদ্দ করার অধিকার থাকবে কেবল মন্ত্রকের হাতে।

Advertisement

প্রাথমিক শিক্ষার পরে উচ্চ শিক্ষায় সংস্কারের প্রস্তুতি দীর্ঘদিন ধরেই চালাচ্ছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। আজ বিষয়টি চূড়ান্ত করতে বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়-সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রকের কর্তারা। বৈঠকে ঠিক হয়, ইউজিসি-কে বাতিল করে গড়া হবে ‘হায়ার এডুকেশন কমিশন’। সব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে তার আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রকের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও স্বায়ত্তশাসনের অধিকার দেবে এই কমিশন। যা দীর্ঘদিন ধরে চেয়ে আসছিল প্রতিষ্ঠানগুলি। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলির সার্বিক উন্নতি, পড়ার খরচ কমানোর মতো বিষয়গুলি খতিয়ে দেখবে ওই কমিশন।

বাদল অধিবেশনে বিলটি তোলার পরিকল্পনা থাকলেও সরকারের একাংশ এর ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সংশয়ে। মন্ত্রকের একটি অংশের আশঙ্কা, নিট-এর মতো এই ক্ষেত্রেও বিলটির বিরোধিতায় সরব হবে বিভিন্ন আঞ্চলিক দল। বিশেষ করে অর্থ বরাদ্দ করার ক্ষমতা যে ভাবে কেন্দ্র নিজের হাতে রাখছে, তা যে বিরোধী দলগুলির শাসনে থাকা রাজ্যগুলি আদৌও মেনে নেবে না, এখন থেকেই তা বুঝতে পারছেন মন্ত্রক কর্তারা।

Advertisement

আরও পড়ুন: মাতৃত্বকালীন ছুটি বাড়লে চাকরি খোয়াতে পারেন বহু মহিলা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন