Charminar

হায়দরাবাদের ঐতিহাসিক সৌধ চারমিনার থেকে খসে পড়ছে চাঙড়

হায়দরাবাদের চারমিনার থেকে বুধবার রাতে খসে পড়ল একটি চাঙড়। চারটির মধ্যে একটি মিনার থেকে চুনাপাথরের একটি পলেস্তারা খসে পড়েছে

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০১৯ ১৮:০২
Share:

চারমিনার থেকে খসে পড়ল চাঙড়। ফাইল চিত্র ।

হায়দরাবাদেচারমিনার থেকে বুধবার রাতে খসে পড়ল একটি চাঙড়। চারটির মধ্যে একটি মিনার থেকে চুনাপাথরের একটি পলেস্তারা খসে পড়েছে। গভীর রাতে এই ঘটনা ঘটায় কেউ আহত হননি। তবে ৪২৮ বছরের পুরনো সৌধ থেকে যে ভাবে চাঙড় খসে পড়ল তাতে চারমিনারর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠে গেল।

Advertisement

চারমিনারের দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, মক্কা মসজিদের দিকে যে মিনারটি রয়েছে তার গ্রানাইট স্ল্যাব থেকে আলগা হয়েই ওই অংশটি ভেঙে পড়েছে।

যেখানে চাঙড়টি ভেঙেছে পুলিশ সেই জায়গাটা ঘিরে রেখেছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে ঘুরতে বা নানা কাজে আসেন।পুরাতত্ত্ব বিভাগ ক্ষতিগ্রস্ত অংশমেরামতের কাজ শুরু করেছে।

Advertisement

আরও পড়ুন : দু’হাত বাড়িয়ে ডাকছে হায়দরাবাদ

আরও পড়ুন : বুনো হাতিকে চুমু খেতে গিয়ে রক্তাক্ত যুবক

১৫৯১ সালে কুতুব শাহী রাজবংশের পঞ্চম শাসক মহম্মদ কুলি কুতুব শাহী এই চারমিনার তৈরি করেছিলেন।

মিনারগুলি প্রতিটি ৫৬ মিটার উঁচু। ঐতিহাসিক সৌধ অনুরাগীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, রক্ষণাবেক্ষণে গাফিলতি নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement