মেট্রোর সুড়ঙ্গ ধরে হাঁটছেন যাত্রীরা। ছবি: সংগৃহীত।
সকালের ব্যস্ত সময়। অফিস ধরার তাড়া। মেট্রোয় উঠে বসেছিলেন যাত্রীরা। যথাসময়ে সেটি ছেড়েওছিল। কিন্তু মঙ্গলবার সকালে সেই মেট্রোসফর যে বিভীষিকাময় হয়ে উঠবে কল্পনা করতে পারেননি যাত্রীরা। চেন্নাইয়ের উইমকো নগর ডিপো থেকে মঙ্গলবার সকালে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর যাচ্ছিল রেকটি। কিন্তু আচমকা বিদ্যুৎবিভ্রাটের জেরে যাত্রী-সহ রেকটি সেন্ট্রাল মেট্রো এবং হাই কোর্ট স্টেশনের মাঝে সুড়ঙ্গে আটকে পড়ে।
জানা গিয়েছে, ওই রেকটিতে ২৫ জন যাত্রী ছিলেন। দুই স্টেশনের মাঝে মেট্রো আটকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হয়। এক যাত্রীর কথায়, ‘‘হঠাৎই মেট্রোর ভিতরের আলোগুলি নিভে যায়। পুরো মেট্রো তখন অন্ধকার। রেকটি তখন দুই স্টেশনের মাঝে সুড়ঙ্গে দাঁড়িয়ে পড়েছিল। আচমকা এমন ভাবে সুড়ঙ্গের ভিতরে আটকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’’
যাত্রীদের দাবি, ১০ মিনিট ওই অবস্থাতেই মেট্রোতে আটকে ছিলেন তাঁরা। তার পর ঘোষণা করা হয়, মেট্রো আর যাবে না। যাত্রীদের নেমে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তখন কাছাকাছি স্টেশন বলতে হাই কোর্ট স্টেশন। মেট্রো যেখানে আটকে ছিল, সেখান থেকে ওই স্টেশন ৫০০ মিটার দূরে ছিল। শেষমেশ যাত্রীরা মেট্রো থেকে নেমে ওই সুড়ঙ্গ ধরেই হাঁটা শুরু করেন। এই ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রে খবর, সকল যাত্রীরা নিরাপদে হাই কোর্ট স্টেশনে পোঁছেছেন। রেকটির ব্যাটারিতে সমস্যা হওয়ার কারণে এই ঘটনা। দু’টি ব্যাটারি রয়েছে রেকটিতে। একটিতে সমস্যা হলে অন্যটি তার পরিবর্ত হিসাবে কাজ করবে। কিন্তু মঙ্গলবারের ঘটনায় রেকটির দু’টি ব্যাটারিতেই সমস্যা দেখা দেয়। ফলে রেকটি আটকে পড়ে। এই প্রথম এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হল বলেও ব্যাখ্যা দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। পরে ট্রেনটিকে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে সরিয়ে নিয়ে যাওয়া হয়।