চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি থেকে উদ্ধার নগদ টাকা। ছবি: সংগৃহীত।
রাঁচীর এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের (সিএ) ৯০০ কোটি টাকার সম্পত্তির হদিস পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকেই সিএ নরেশ কুমার কেজরীওয়ালের বিভিন্ন ঠিকানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বেশ কয়েকটি দল অভিযানে নেমেছে। শুধু রাঁচীই নয়, মুম্বই এবং সুরতেও তল্লাশি চালাচ্ছে ইডি। ইতিমধ্যেই নরেশের একটি ঠিকানা থেকে কয়েক কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।
ইডি সূত্রে খবর, হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন নরেশ। পরিবারের বিভিন্ন সদস্যের নামে এবং বেনামে বহু সম্পত্তি ছড়িয়েছিটিয়ে রয়েছে দেশের তিন শহরে। এখন সেই সম্পত্তিরই হদিস পেতে চাইছেন তদন্তকারীরা। তদন্তকারী এক সূত্রের খবর, সিএ নরেশের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা নয়, বিদেশি মুদ্রা আইনে মামলা রুজু করে তল্লাশি চালানো হচ্ছে। আয়বহির্ভূত সম্পত্তির মামলায় নরেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। আয়কর দফতরের হাত থেকে সেই মামলা পৌঁছোয় ইডির হাতে।
তদন্তে নেমে বিপুল সম্পত্তির হদিস পায় ইডি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নরেশ ৯০০ কোটি টাকা সম্পত্তির অধিকারী। কী ভাবে এত সম্পত্তির মালিক হলেন, টাকা এবং সম্পত্তির উৎস কী তা জানতেই রাঁচীর এই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরশাহি, নাইজেরিয়া এবং আমেরিকায় বেনামে বেশ কয়েকটি সম্পত্তির পরিচালনা করেন। তার মধ্যে ১৫০০ কোটি সম্প্রতি লেনেদেনের হদিস পেয়েছেন তদন্তকারীরা। বিদেশে কোথায় কত সম্পত্তি রয়েছে, তার বর্তমান বাজারদরই বা কত, তা জানতে নরেশকে নিজেদের হেফাজতে নিতে চাইছে ইডি। এ বছরের এপ্রিলে মহারাষ্ট্রের নন্দুরবাড় থানায় মামলা রুজু করা হয়েছিল নরেশের বিরুদ্ধে।