ডিএসপি কল্পনা বর্মা (ইনসেটে)। ব্যবসায়ী দীপক টন্ডনের সঙ্গেও দেখা যাচ্ছে তাঁকে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কখনও উর্দিতে, কখনও আবার জিন্স-টিশার্টে। ব্যবসায়ী প্রেমিক দীপক টন্ডনের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। ছত্তীসগঢ়ের দন্তেওয়াড়ার ডিএসপি কল্পনা বর্মার বিরুদ্ধে প্রেমের জালে ফাঁসিয়ে প্রতারণার অভিযোগে যখন তোলপাড় চলছে, সেই সময়েই তাঁদের দু’জনের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে (যদিও সেই সব ফুটেজের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
বেশ কয়েকটি সূত্রে দাবি করা হচ্ছে, তাঁদের দু’জনের মধ্যে যে সম্পর্ক, সেটি প্রমাণ করতে এই ফুটেজ প্রকাশ্যে এনেছেন ব্যবসায়ী দীপক। শুধু সিসিটিভি ফুটেজই নয়, কল্পনার সঙ্গে হোয়াট্সঅ্যাপ চ্যাটও প্রকাশ্যে এসেছে। তার একটিতে যে কথোপকথন রয়েছে ঠিক এ রকম—
কল্পনা: দন্তেওয়াড়ায় আসছ তো?...
দীপক: হ্যাঁ, চলে আসব। লভ ইউ… সবসময় তোমার সঙ্গে আছি।
আরও একটি মেসেজে ব্যবসায়ী দীপক লিখছেন—
টাকা আমার কাছে বড় নয়। তুমিই আমার কাছে সব। তোমার সমস্যা হবে, আর আমি চুপ করে বসে থাকতে পারব না।
তখন ডিএসপি উত্তর দেন— তা হলে এখনই আমাকে সাহায্য করো। কথা দিচ্ছি, দ্বিগুণ ফিরিয়ে দেব। (যদিও এই হোয়াট্সঅ্যাপ চ্যাটের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)
তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এবং ব্যবসায়ী দীপকের সঙ্গে ছবি, হোয়াট্সঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসতেই ডিএসপি কল্পনা দাবি করেন, তাঁর ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের ছবি, মেসেজ বিকৃত করে প্রকাশ্যে আনা হচ্ছে। এক সংবাদসংস্থার কাছে কল্পনা দাবি করেন, সমাজমাধ্যমে যে মেসেজ ভাইরাল হয়েছে, তার কোনও ভিত্তি নেই। শুধু তা-ই নয়, প্রেমিক দীপকের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন কল্পনা। ডিএসপি বলেন, ‘‘আমি এটা স্পষ্ট করতে চাই যে, একটি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে আমার ব্যক্তিগত জীবনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন মাধ্যমে আমার সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমার পদমর্যাদাকে অপমান করা হচ্ছে।’’
প্রসঙ্গত, ডিএসপি কল্পনার বিরুদ্ধে ব্যবসায়ী দীপককে প্রেমের ফাঁদে ফেলে দু’কোটি টাকা, হিরের আংটি, সোনার হার এবং বিলাসবহুল গাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ডিএসপির এই প্রেম এবং প্রতারণা কাহিনি নিয়ে সরগরম ছত্তীসগঢ়।