ধৃত চিন্ময়ানন্দ, নেই ধর্ষণের অভিযোগ

ওই ছাত্রী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্য আজ চিন্ময়ানন্দ গ্রেফতার হলেন। বারবার বলেছি উনি আমায় ধর্ষণ করেছেন। তা সত্ত্বেও ওঁর বিরুদ্ধে সেই ধারা দেওয়া হয়নি।’’

Advertisement

সংবাদ সংস্থা  

শাহজহানপুর শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৪৭
Share:

চিন্ময়ানন্দ। ছবি: পিটিআই।

নির্যাতিতা ছাত্রীর বয়ানের ভিত্তিতে বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দকে অবশেষে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। তবে তাঁকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়নি! এই প্রভাবশালী নেতাকে গ্রেফতার করা হয়েছে ‘ক্ষমতার অপব্যবহার করে যৌন সঙ্গমের জন্য’ যা ‘ধর্ষণের সমতুল্য অপরাধ নয়’। এই অভিযোগে এই বিজেপি নেতার সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে বলে আইনজীবীদের বক্তব্য। চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ না দেওয়ায় ক্ষোভ জানান ওই ছাত্রী। এ দিন চিন্ময়ানন্দের সহযোগীদের দেওয়া বয়ানের ভিত্তিতে ওই ছাত্রীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনা হয়েছে।

Advertisement

ওই ছাত্রী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্য আজ চিন্ময়ানন্দ গ্রেফতার হলেন। বারবার বলেছি উনি আমায় ধর্ষণ করেছেন। তা সত্ত্বেও ওঁর বিরুদ্ধে সেই ধারা দেওয়া হয়নি।’’

অভিযোগকারিণী ওই আইনের ছাত্রী ৫ দিন আগে আদালতের সামনে বয়ান রেকর্ড করেন। সেখানে তিনি জানান, কলেজে ভর্তি হওয়ার পর থেকে এক বছর ধরে তাঁকে যৌন নির্যাতন করেছেন ৭৩ বছরের চিন্ময়ানন্দ। তাঁর একটি স্নানের ভিডিয়ো দেখিয়ে লাগাতার তাঁকে ব্ল্যাকমেল করতেন ওই বিজেপি নেতা। ছাত্রীর দাবি, চশমায় লাগানো গোপন ক্যামেরার মাধ্যমে সে সব রেকর্ড করেন তিনি। সেই ভিডিয়োই পুলিশের হাতে তুলে দেন। সুপ্রিম কোর্ট নিযুক্ত সিটের প্রধান নবীন আরোরা বলেন, ‘‘ওই ভিডিয়োগুলি দেখানোর পরে সেগুলি সত্যি বলে মেনে নেন চিন্ময়ানন্দ। বলেন, তিনি লজ্জিত।’’

Advertisement

প্রাক্তন বিজেপি সাংসদ চিন্ময়ানন্দকে গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছিল। নবীনের দাবি, ‘‘সব দিক দিয়ে নিশ্চিত না হয়ে ওঁকে গ্রেফতার করা সম্ভব ছিল না। গত দু’দিন ধরে স্বামী অসুস্থ। সব অভিযোগ স্বীকার করেছেন তিনি।’’ চিন্ময়ানন্দের আইনজীবী পূজা সিংহ বলেন, ‘‘আজ সকাল পৌনে ন’টা নাগাদ স্বামীজিকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।’’ গ্রেফতারের পরে পুলিশের এক উচ্চপদস্থ কর্তার গাড়িতে শাহজহানপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিন্ময়ানন্দকে। উত্তরপ্রদেশে একাধিক আশ্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান চালান প্রাক্তন এই বিজেপি সাংসদ। অভিযোগ ওঠার পরেও এক মাস তাঁকে গ্রেফতার করেনি পুলিশ। ছাত্রীর তরফে ধর্ষণের অভিযোগ করা হলেও তা গ্রহণ করেনি উত্তরপ্রদেশ পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন