প্রধান বিচারপতি বিআর গবই। —ফাইল চিত্র।
সুপ্রিম কোর্টের কাজকর্ম প্রধান বিচারপতিকেন্দ্রিক নয়। এমনটাই মনে করেন দেশের প্রধান বিচারপতি বিআর গবই। শনিবার বম্বে বার অ্যাসোসিয়েশনের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ওই সংবর্ধনাজ্ঞাপক অনুষ্ঠানেই প্রধান বিচারপতি বলেন, “সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক, আমরা এই ধারণা ভাঙার চেষ্টা করছি।”
দেশের সর্বোচ্চ আদালতে নিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি গবই পূর্বসূরি তথা দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার কথা বলেছেন। প্রধান বিচারপতি বলেন, “প্রতিষ্ঠানের স্বার্থে, বিচারপতি সঞ্জীব খন্নার সময় থেকে আমরা নিয়োগের ব্যাপারে আরও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছি।”
প্রধান বিচারপতি জানিয়েছেন, সম্প্রতি সুপ্রিম কোর্ট ৫৪ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নিয়েছে এবং ৩৬ জনের নিয়োগে ছাড়পত্র দিয়েছে। সমাজের সব স্তরের প্রতিনিধিত্ব বজায় রেখে এবং স্বচ্ছতার সঙ্গে এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত মে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসাবে শপথগ্রহণ করেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গবই। বিচারপতি গবই দেশের প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী এবং দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি।