Clash Myanmar

মায়ানমার সীমান্তে সংঘর্ষে মেইতেই-কুকি, নিহত ৪

পুলিশ সূত্রে জানানো হয়, কুকি ন্যাশনাল আর্মি (বর্মা)-র সদস্যরা কামজং জেলার ৮৭ নম্বর সীমান্ত পিলারের কাছে ইয়াংগৌপিকে গ্রামের কাছে ঘাঁটি গেড়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ০৯:২৯
Share:

—প্রতীকী চিত্র।

মেইতেই ও কুকি সংঘর্ষে উত্তপ্ত মণিপুর ও মায়ানমারের সীমান্ত। উভয় গোষ্ঠীর সংঘর্ষে আজ অন্তত চার কুকি জঙ্গি নিহত হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে জানানো হয়, কুকি ন্যাশনাল আর্মি (বর্মা)-র সদস্যরা কামজং জেলার ৮৭ নম্বর সীমান্ত পিলারের কাছে ইয়াংগৌপিকে গ্রামের কাছে ঘাঁটি গেড়েছিল। সেই খবর জানতে পেরে মেইতেইদের বিরাট জঙ্গি বাহিনী সেখানে হামলা চালায়। দুই তরফের লড়াইয়ে কেএনএ (বি) সংগঠনের চার সদস্য নিহত হয়েছে বলে মেইতেইদের দাবি। তাদের শিবির ভেঙে দিয়ে বেশ কিছু অস্ত্রশস্ত্রও কেড়ে নেয় মেইতেই জঙ্গিরা। খবর পেয়ে আসাম রাইফেলস ঘটনাস্থলে যায়। আসাম রাইফেলসের মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থল সীমান্তের ওপারে হওয়ায় আসাম রাইফেলস সেখানে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি।

মণিপুরের থৌবাল, টেংনাওপাল, বিষ্ণুপুর, চুড়াচাঁদপুর, ইম্ফল পশ্চিম, নোনে, জিরিবাম এবং কাকচিং জেলার পাহাড় ও উপত্যকা অঞ্চলে আজ যৌথ অভিযান চালিয়ে সেনা, আধাসেনা, মণিপুর পুলিশ। ওই জায়গাগুলি থেকে ৩৫টি অস্ত্র, গোলাবারুদ এবং বিপুল পরিমাণ সমর সরঞ্জাম উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র সামগ্রীর মধ্যে স্নাইপার রাইফেল, ৯ মিমি পিস্তল, একনলা বন্দুক, গ্রেনেড, ৯ মিমি সাব মেশিনগান, .৩০৩ রাইফেল, পিস্তল, দেশীয় মর্টার, একটি গ্রেনেড
লঞ্চার, ইম্প্রোভাইজড প্রজেক্টাইল লঞ্চার ইত্যাদি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন