Cloudburst in Himachal

মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানে বিপর্যস্ত শিমলা, কুলু! ভেসে গিয়েছে বহু বাড়ি, ধসে বন্ধ ৮৪২টি রাস্তা

মৌসম ভবন জানিয়েছে, ৩১ অগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি কোথাও কোথাও ৫ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১০:১৭
Share:

কুলুতে হড়পা বান। ছবি: পিটিআই।

মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানে বিপর্যস্ত হিমাচলের শিমলার রামপুর বুশহর। শনিবার রমপুর বুশহরের বাশালে মেঘভাঙা বৃষ্টি হয়। তার জেরে বধাল পঞ্চায়েত এবং সারাহন পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

Advertisement

টানা বৃষ্টি আর হড়পা বানের জেরে নাথপার কাছে ৫ নম্বর জাতীয় সড়কের ১৯০ মিটার অংশ ধসে গিয়েছে। এ ছাড়াও নিগুলসরীর কাছে ৮০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। তার জেরে শিমলার সঙ্গে রামপুর বুশহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্য দিকে, ধসের জেরে তিনটি জাতীয় সড়ক-সহ রাজ্যের ৮৪২টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।

অন্য দিকে, কুলু জেলার হিড়বে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের সৃষ্টি হয়। কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট না হলেও, স্থানীয় সূত্রের দাবি, অনেক বাড়ি ভেঙে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। মৌসম ভবন জানিয়েছে, ৩১ অগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি কোথাও কোথাও ৫ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে। রবিবার উনা, চম্বা, কাঁড়া, কুলু এবং মন্ডী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement