Uttar Pradesh Rape

ধর্ষণে অভিযুক্ত অধরা, উত্তরপ্রদেশে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে থানার সামনে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার

কয়েক দিন আগে থানায় গিয়েছিলেন নির্যাতিতা। সেখানে হুঁশিয়ারি দিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে যদি অভিযুক্তকে গ্রেফতার না করা হয়, তা হলে তিনি আত্মঘাতী হবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ০৯:১৪
Share:

প্রতীকী ছবি।

এক মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু ধর্ষণে অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ। তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে এ বার থানার সামনেই আত্মহত্যার চেষ্টা করলেন নির্যাতিতা। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের মোদীনগরে। নির্যাতিতাকে কোনও রকমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

নির্যাতিতার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবক তাঁকে দু’বছর ধরে ধর্ষণ করেছেন। তার পর তাঁর সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে দেন। শুধু তা-ই নয়, অভিযুক্ত যুবক মারধর করে তাঁর হাতও ভেঙে দেন। স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন মহিলা। কিন্তু তার পর এক মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নির্যাতিতার অভিযোগ, পুলিশের সঙ্গে অভিযুক্তের যোগসাজশ রয়েছে। তাই তাঁকে গ্রেফতার করা হচ্ছে না।

কয়েক দিন আগে থানায় গিয়েছিলেন নির্যাতিতা। সেখানে হুঁশিয়ারি দিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে যদি অভিযুক্তকে গ্রেফতার না করা হয়, তা হলে তিনি আত্মঘাতী হবেন। কিন্তু তার পরেও গ্রেফতার না হওয়ায় শুক্রবার থানার সামনে গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। যদিও তৎপরতার সঙ্গে পুলিশ নির্যাতিতাতে উদ্ধার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement