CPI Maoist

সাপের ছোবল ‘কোবরা’কে! মাওবাদী ডেরায় অভিযানে গিয়ে ঝাড়খণ্ডের জঙ্গলে মৃত্যু কমান্ডোর

গত কয়েক মাসে ছত্তীসগঢ়, মহারাষ্ট্র, তেলঙ্গানা, ওড়িশার পাশাপাশি ঝাড়খণ্ডেও যৌথবাহিনীর ধারাবাহিক মাওবাদী বিরোধী অভিযান চলেছে। সে রাজ্যের পলামু এবং কোলহান ডিভিশনে মাওবাদীদের গতিবিধি রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১৩:৩৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মাওবাদী দমন অভিযানে গিয়ে ঝাড়খণ্ডের জঙ্গলে সাপের ছোবলে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, নিহত সন্দীপ কুমার সিআরপিএফের ২০৯ কোবরা কমান্ডো ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

Advertisement

ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, পশ্চিম সিংভূম জেলার সদর চাইবাসার অদূরে ছোটানাগরা থানা এলাকার নুরধা জঙ্গলে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র গতিবিধির খবর পেয়ে তল্লাশি অভিযানে গিয়েছিল কোবরা এবং ঝাড়খণ্ড পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ‘জাগুয়ার’ বাহিনী। সে সময়ই দুর্ঘটনা ঘটে।

সাপের ছোবলে গুরুতর অসুস্থ সন্দীপকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। প্রসঙ্গত, গত কয়েক মাসে ছত্তীসগঢ়, মহারাষ্ট্র, তেলঙ্গানা, ওড়িশার পাশাপাশি ঝাড়খণ্ডেও যৌথবাহিনীর ধারাবাহিক মাওবাদী বিরোধী অভিযান চলেছে। যৌথবাহিনীর হানায় কয়েক জন প্রথম সারির পিএলএ কমান্ডারের মৃত্যু হয়েছে। সন্ধান মিলেছে মাওবাদীদের একাধিক অস্ত্রভান্ডারের। মূলত পলামু এবং কোলহান ডিভিশন (এই ডিভিশনেই পশ্চিম সিংভূম জেলা) জুড়েই এই অভিযান চলেছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement