Crime

‘কী কথা ওর সঙ্গে?’ প্রিয় বান্ধবীকে অন্য পুরুষের সঙ্গে দেখে ব্লেড হাতে মারাত্মক কাণ্ড দিল্লির কলেজপড়ুয়ার

কলেজের এক বান্ধবীর প্রতি অনুরক্ত অক্ষয়। তাঁর সঙ্গে হর্ষের ঘনিষ্ঠতা মানতে পারেননি। বার কয়েক এ নিয়ে হর্ষকে তিনি হুমকি দেন বলেও অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৮:০২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রিয় বান্ধবীর সঙ্গে অন্য যুবকের ঘনিষ্ঠতা মানতে না পেরে রাস্তার উপর তাঁর গলায় ব্লেড চালালেন দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব দিল্লির পাণ্ডবনগরের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম অক্ষয় শর্মা। পাণ্ডবনগরে তাঁর বাড়ি। বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ওই কলেজপড়ুয়ার একটি আইসক্রিমের দোকান রয়েছে। যাঁর উপর তিনি ব্লেড হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন বলে অভিযোগ, তাঁর নাম হর্ষ ভাটি। ২১ বছরের ওই যুবক অক্ষয়ের বন্ধু। তাঁদের পরিচয় এক বান্ধবীর সূত্রে।

জানা গিয়েছে, কলেজের এক বান্ধবীর প্রতি অনুরক্ত অক্ষয়। তাঁর সঙ্গে হর্ষের ঘনিষ্ঠতা মানতে পারেননি। বার কয়েক এ নিয়ে হর্ষকে তিনি হুমকি দেন বলেও অভিযোগ। তবে বিষয়টিতে পাত্তা দেননি হর্ষ। গত ১৭ জুলাই ওই বান্ধবীর সঙ্গেই তিনি রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন। অভিযোগ, হঠাৎ সেখানে হাজির হন অক্ষয়। কোনও কথা বলার সুযোগ না-দিয়ে হর্ষের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। হাতে থাকা ব্লেড দিয়ে হর্ষের মুখ এবং গলায় এলোপাথাড়ি আঁচড় দেন কলেজপড়ুয়া। পরে স্থানীয়েরা ছুটে এলে পালিয়ে যান তিনি। ঘটনাক্রমে পুলিশ গিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।

Advertisement

তবে ওই ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন অক্ষয়। তাঁর খোঁজে দুটো পৃথক দল তৈরি করা হয়েছিল। অবশেষে শুক্রবার তাঁকে পাকড়াও করে পুলিশ। জেরায় ধৃত স্বীকার করেন যে, বান্ধবীর সঙ্গে হর্ষের ‘বেশি কথাবার্তা, গল্প করা’ তাঁর পছন্দ হয়নি। তিনি মনে মনে ভালবাসেন ওই বান্ধবীকে। অন্য পুরুষ তাঁর সঙ্গে ঘনিষ্ঠ, এটা তাঁর পক্ষে মানা অসম্ভব। তাই হিংসায় ওই কাজ করে ফেলেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, আগামী শনিবার ধৃতকে আদালতে হাজির করানো হবে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বিচারকের কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement