নির্মীয়মাণ বহুতল আর উড়ালপুল ছিনিয়ে নিয়েছে ২৬ হাজারেরও বেশি প্রাণ!

দুর্নীতি আর কমপ্রোমাইজড কনস্ট্রাকসনের যোগফল কত? ২৬,৫৯৮। এই সংখ্যাটা অবশ্য গতকাল বেলা সাড়ে ১২টা পর্যন্ত। কলকাতা শহরের বুকে ঘটে যাওয়া ভয়ানক দুর্ঘটনায় তাতে নতুন সংযোজন আরও ২৩ (সরকারি হিসেব অনুযায়ী)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ১১:৪০
Share:

দুর্নীতি আর কমপ্রোমাইজড কনস্ট্রাকসনের যোগফল কত? ২৬,৫৯৮। এই সংখ্যাটা অবশ্য গতকাল বেলা সাড়ে ১২টা পর্যন্ত। কলকাতা শহরের বুকে ঘটে যাওয়া ভয়ানক দুর্ঘটনায় তাতে নতুন সংযোজন আরও ২৩ (সরকারি হিসেব অনুযায়ী)। যে ২৩টি প্রাণ কতগুলো ‘স্বার্থান্বেষী মানুষের’ ছেলেখেলার মাশুল। যার নেপথ্যে রয়েছে লোভ, লোভ আর শুধুই লোভ। যে লোভের ভেলায় ভর করেছে সুবিধাভোগী নেতা-আমলা থেকে দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা।

Advertisement

আরও পড়ুন: আগে আমাদের বলল না, গোটা দুনিয়া জেনে গেল!

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত গত ১০ বছরে দেশ জুড়ে শুধুমাত্র কমপ্রোমাইজড কনস্ট্রাকসন ছিনিয়ে নিয়েছে ২৬ হাজার ৫৯৮টি প্রাণ। ২০১৬ সালের হিসেবটা ধরলে এখনও পর্যন্ত এই সংখ্যাটা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬২১। ওই রিপোর্ট অনুযায়ী, এর মধ্যে বেশিরভাগ মৃত্যুই ঘটেছে নির্মীয়মাণ আবাসন ভেঙে পড়ে। আর তার পরেই রয়েছে উড়ালপুল ভেঙে যাওয়ার মতো দুর্ঘটনা। যার জেরে প্রতি বছর দেশ জুড়ে কমপক্ষে গড়ে ১০০০ জনের মৃত্যু ঘটছে। শুধুমাত্র ২০১৪ সালেই যা একটু কম ছিল সংখ্যাটা। ওই বছর নির্মীয়মাণ সেতু এবং বহুতল ভেঙে মৃত্যু হয়েছিল ৬৯৮ জনের।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন