রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে দুই কংগ্রেস নেতাকে গ্রেফতার করে পুলিশ। ছবি: এক্স (সাবেক টুইটার)।
পরীক্ষা চলাকালীন কংগ্রেসের ছাত্রনেতাকে গ্রেফতার করল পুলিশ। প্রতিবাদে পরীক্ষা না-দিয়ে পুলিশের গাড়িতে গিয়ে উঠলেন কংগ্রেস বিধায়ক! ঘটনাটি রাজস্থানের। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলেছে কংগ্রেস। থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা।
জানা গিয়েছে, শনিবার রাজস্থান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের সেমিস্টার পরীক্ষা দিচ্ছিলেন সাঙ্গারিয়ার বিধায়ক অভিমন্যু পুনিয়া এবং কংগ্রেসের ছাত্র শাখার নেতা নির্মল চৌধরি। পরীক্ষা চলাকালীন আচমকাই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে একদল পুলিশকর্মী। জানা গিয়েছে, নির্মলকে পরীক্ষাকেন্দ্র থেকে বাইরে বার করা হয়। প্রতিবাদে পরীক্ষা ফেলে বেরিয়ে আসেন অভিমন্যুও! গোটা ঘটনার একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। অভিমন্যুও ঘটনার ভিডিয়ো পোস্ট করে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। পাশাপাশি রাজস্থানের শাসকদল বিজেপিকেও নিশানা করেছেন তিনি। তাঁর প্রশ্ন, ‘‘বিজেপির নৃশংস শাসন নিয়ে কি সাধারণ মানুষের আওয়াজ তোলা অপরাধ?’’ শুধু অভিমন্যু নন, নির্মলও একই অভিযোগ তুলেছেন।
কেন এই গ্রেফতারি? পুলিশ সূত্রে দাবি, পুরনো এক মামলায় নির্মলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ার পরেই এই গ্রেফতারি। যদিও অভিমন্যুর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তিনি নির্মলের গ্রেফতারিতে বাধার সৃষ্টি করছিলেন। পরে নিজেই পুলিশের গাড়িতে উঠে পড়েন! জয়পুরের ডিসিপি (পূর্ব) তেজস্বিনী গৌত বলেন, ‘‘২০২২ সালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল নির্মলের বিরুদ্ধে। সেই অভিযোগ প্রমাণিত হওয়ার পরেই শনিবার তাঁকে আটক করেছে। তবে পুলিশ অভিমন্যু পুনিয়াকে থানায় আনেনি। তিনি নিজেই গাড়িতে উঠে পড়েন। পরে গান্ধীনগর থানা থেকে নিজের বাড়ি চলে যান।’’
২০২২ সালে গান্ধীনগর থানায় ছাত্রনেতা নির্মলের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়। নির্বাচনী প্রচারের সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই নির্মলকে গ্রেফতার করে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিমন্যুর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। নির্মলকে গ্রেফতারের সময় প্রতিবাদে শামিল হয়েছিলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেসের অভিযোগ, এই গ্রেফতারি শুধু জয়পুর পুলিশের দ্বিচারিতা নয়, এটি রাজস্থান বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের উপর সরাসরি আক্রমণ।