দলিত-ভোট টানতে সংবিধান দিবস থেকে মোদীর বিরুদ্ধে মাঠে নামছে কংগ্রেস

সোমবার সংবিধান দিবস থেকে দেশ জুড়ে ৯০ দিনের ‘সংবিধান থেকে স্বাভিমান’ অভিযান শুরু করছে কংগ্রেসের তফসিলি জাতি বিভাগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ০৪:০৭
Share:

ছবি: পিটিআই।

মোদী জমানায় দলিতদের উপর একের পর এক নির্যাতনের ঘটনায় দলিতদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তাকে কাজে লাগিয়ে দলিত-ভোট নিজেদের বাক্সে টানতে নতুন করে মাঠে নামছে কংগ্রেস। এই প্রচেষ্টায় কংগ্রেস নেতারা অন্য বিরোধী দলের নেতাদেরও পাশে চাইছেন।

Advertisement

সোমবার সংবিধান দিবস থেকে দেশ জুড়ে ৯০ দিনের ‘সংবিধান থেকে স্বাভিমান’ অভিযান শুরু করছে কংগ্রেসের তফসিলি জাতি বিভাগ। ওই দিন দিল্লিতে ‘সংবিধান সমারোহ’ অনুষ্ঠানে কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, শরদ যাদবদেরও। কংগ্রেসের তফসিলি জাতি বিভাগের প্রধান নিতিন রাওয়ত বলেন, ‘‘মনুবাদী মতাদর্শে চলা আরএসএস-বিজেপি সংবিধানের উপর হামলা চালাচ্ছে। ওঁরা সংবিধান বদলানোর কথা বলছেন। সেই ভাবনা থেকেই দলিত, সংখ্যালঘুদের উপরও হামলা হচ্ছে।’’

কংগ্রেসের পরিকল্পনা হল, দলের দলিত নেতারা গ্রামে-শহরে দলিত জনগোষ্ঠীর সঙ্গে কথা বলবেন। সংবিধানে তাঁদের কী ধরনের অধিকার দেওয়া হয়েছে, তা বলা হবে। দলিতদের উপর মোদী জমানায় কী ধরনের হামলা হচ্ছে, দলিতদের পরিস্থিতি কোথায় এসে পৌঁছেছে— তা নিয়েও প্রচার হবে। ২০১৯-এর ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রচার চলার পর রাজ্য স্তরে দলিত সমাবেশ হবে। এই অভিযানে নাম লেখাতে কংগ্রেসের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement