Digvijay Singh

দিগ্বিজয়ের মন্তব্যে বেলাইন, মনরেগা কৌশলে ভার সন্দীপকে

কংগ্রেস সূত্রের খবর, দিগ্বিজয় সিংহ শনিবার কার্যকরী কমিটির বৈঠকে কংগ্রেসের সংগঠন নিয়ে প্রশ্ন তোলার পরেই রাহুল বৈঠকে বসে তাঁকে ‘মেসেজ’ করেন।

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ০৯:৫০
Share:

দিগ্বিজয় সিংহ। ফাইল চিত্র।

ইউপিএ সরকারের তৈরি মনরেগা কার্যত তুলে দিয়ে মোদী সরকারের বিকশিত ভারত-জি রাম জি আইনের বিরোধিতা কী ভাবে হবে, তা ঠিক করতে শনিবার কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই দিনই বিজেপি-আরএসএসের সঙ্গে কংগ্রেসের সংগঠনের তুলনা টেনে প্রবীণ নেতা দিগ্বিজয় সিংহ প্রচারের আলো ঘুরিয়ে দিয়েছেন বলে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ।

কংগ্রেস সূত্রের খবর, দিগ্বিজয় সিংহ শনিবার কার্যকরী কমিটির বৈঠকে কংগ্রেসের সংগঠন নিয়ে প্রশ্ন তোলার পরেই রাহুল বৈঠকে বসে তাঁকে ‘মেসেজ’ করেন। দিগ্বিজয়ের কাছে সে সময় মোবাইল ছিল না। রাহুল তাঁকে চিরকুট পাঠান। রবিবার কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে রাহুল দিগ্বিজয়কে কটাক্ষ করে বলেন, ‘আপনি আপনার কাজ তো গতকাল করে দিয়েছেন!’

কংগ্রেস নেতাদের মতে, দিগ্বিজয় কংগ্রেসের সংগঠন মজবুত করার কথা বলেছেন। তাতে দলের সকলে একমত। অনেকেই মনে করছেন, দলের মধ্যে ক্ষমতা শুধু রাহুল গান্ধী ও তাঁর আস্থাভাজন সাংগঠনিক সম্পাদক কে সি বেণুগোপালের হাতে কুক্ষিগত বলেও নালিশ করা যায়। কিন্তু তার জন্য এক্স হ্যান্ডলে একদা লালকৃষ্ণ আডবাণীর পায়ের সামনে বসা নরেন্দ্র মোদী কী ভাবে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়েছেন, তা তুলে ধরার দরকার ছিল না। বিশেষ করে কংগ্রেস যখন মোদী সরকারের বিরুদ্ধে ‘ইউপিএ সরকারের উত্তরাধিকার’ মনরেগা শেষ করার অভিযোগ তুলে আন্দোলনে নামতে চলেছে।

মনরেগা নিয়ে আন্দোলন গড়ে তুলতে, নাগরিক সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ তৈরি করতে আজ কংগ্রেস তার ‘আউটরিচ সেল’-এর নামকরণ করেছে ‘রচনাত্মক কংগ্রেস’ বা ‘গঠনমূলক কংগ্রেস’। দিল্লির প্রাক্তন সাংসদ, শীলা দীক্ষিতের পুত্র সন্দীপকে এই বিভাগের চেয়ারপার্সন করা হয়েছে। সন্দীপের কাজ হবে বিভিন্ন সমাজকর্মী, শিক্ষাবিদ, নাগরিক সংগঠনগুলির সঙ্গে নীতিগত ও সামাজিক উদ্বেগের বিষয়ে যোগাযোগ তৈরি করা। ইউপিএ সরকারের আমলে সনিয়া গান্ধীর জাতীয় উপদেষ্টা পরিষদের সময়ে নাগরিক সংগঠনগুলির সঙ্গে কংগ্রেসের নিবিড় যোগাযোগ ছিল। অণ্ণা হজারের দুর্নীতি বিরোধী আন্দোলনের সময় থেকে তা কার্যত ছিন্ন হয়ে যায়। পরে রাহুলের ভারত জোড়ো যাত্রার সময়ে তা ফের স্থাপনের চেষ্টা হয়েছিল।

কংগ্রেস নেতাদের অভিযোগ, দিগ্বিজয় গোটা প্রচেষ্টা থেকে নজর ঘুরিয়ে দিয়েছেন। দিগ্বিজয়ের নাম না করে তাঁকে বার্তা দিয়ে তেলঙ্গানার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রীরেবন্ত রেড্ডি বলেছেন, কংগ্রেসেও পি ভি নরসিংহ রাও তেলঙ্গানার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। সনিয়া গান্ধী মনমোহন সিংহের মতো অর্থনীতিবিদকে প্রধানমন্ত্রী করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন