সংসদ শেষ হলে সভাপতি বাছাই

পরে দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘সংসদের অধিবেশন শেষ হলেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ০৩:২৮
Share:

—ফাইল চিত্র।

সংসদের অধিবেশন শেষ হলেই রাহুল গাঁধীর উত্তরসূরি খুঁজতে ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকবে কংগ্রেস। রাহুলের ইস্তফা ঘোষণার পরে আজই প্রথম কংগ্রেসে কোনও আনুষ্ঠানিক বৈঠক হল। দলের সাধারণ সম্পাদক ও রাজ্যের দায়িত্বে থাকা নেতারা, কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন তাতে। ছিলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরাও। এই বৈঠক ডাকার মূল কারণ অবশ্য ছিল চলতি মাসে প্রয়াত রাজীব গাঁধীর ৭৫ বছরের জন্মদিন পালন করার কর্মসূচি চূড়ান্ত করা। কিন্তু এই বৈঠকেই সভাপতি বাছাই নিয়েও এক প্রস্ত আলোচনা করেন নেতারা।

Advertisement

পরে দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘সংসদের অধিবেশন শেষ হলেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে।’’ সেই বৈঠকে কি রাহুল গাঁধীও থাকবেন? সুরজেওয়ালার জবাব, ‘‘রাহুল গাঁধী কংগ্রেসের সভাপতি। ওয়ার্কিং কমিটির সদস্য। ফলে যখনই বৈঠক হবে, তিনি উপস্থিত থাকবেন।’’

কংগ্রেসের এক শীর্ষ নেতা জানান, ওয়ার্কিং কমিটির কাছে তিনটি বিকল্প। এক, এখনই এক জন অস্থায়ী সভাপতি স্থির করে ফেলা। দুই, নতুন সভাপতির জন্য নির্বাচন ঘোষণা করা। এবং তিন, নেতাদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করা, যাঁরা পরবর্তী সভাপতি স্থির করবেন। ইস্তফা ঘোষণা করে চার পাতার খোলা চিঠিতে তৃতীয় প্রস্তাবটিরই ইঙ্গিত দিয়েছিলেন রাহুল। দলের এক নেতার কথায়, ‘‘এ মাসের ২০ তারিখে রাজীব জন্মবার্ষিকীর অনুষ্ঠানের আগেই নতুন সভাপতি স্থির হোক, দলে বেশির ভাগই তা-ই চান।’’

Advertisement

সুশীলকুমার শিন্ডে, মল্লিকার্জুন খড়্গে, মুকুল ওয়াসনিক, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সচিন পাইলটের মতো অনেক নামই উঠেছে অস্থায়ী সভাপতি পদের জন্য। এঁদের অনেকে আজ বৈঠকে ছিলেন। ছিলেন আহমেদ পটেলও। দলের এক নেতা বলেন, ‘‘ওয়ার্কিং কমিটির বৈঠক ছাড়াই আহমেদ পটেল পছন্দের এক জনকে সভাপতি করতে চাইছেন। আজ

অন্তত স্থির হল, ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হবে।’’ রাহুল যাতে ওয়ার্কিং কমিটিতে থাকেন, তা সুনিশ্চিত করার কথা উঠেছিল। জবাবে এক জন বলেন, ‘‘সেটা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন